ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে মাদ্রাসা ছাত্রকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৯:৫১, ১ ডিসেম্বর ২০১৯

বরিশালে মাদ্রাসা ছাত্রকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরধরে জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পশ্চিম বকশিরচর গ্রামের মাদ্রাসা ছাত্র মাহফুজ ঢালীকে (১৩) আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একই গ্রামের বাশার বেপারীর পুত্র বাপ্পী ও এবায়দুল ইসলামের পুত্র তামিম। আশংকাজনক অবস্থায় রবিবার বিকেলে তাকে (মাহফুজ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, মাহফুজ ঢালী ওই গ্রামের গাছ ব্যবসায়ী কালাম ঢালীর পুত্র এবং বকশিরচর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। মাহফুজের বড় ভাই মাসুদ ঢালী জানান, শনিবার সকালে একটি মোবাইল ফোন ক্রয়কে কেন্দ্র করে তার ছোট ভাই মাহফুজ ও একই গ্রামের বাপ্পী এবং তামিমের মধ্যে বাগ্বিতন্ডা হয়। ওইদিন সন্ধ্যায় পরিকল্পিতভাবে বাপ্পী ও তামিম মাহফুজকে ডেকে নিয়ে যায়। গ্রামের ভাড়ানিকান্দা এলাকার মিজানের দোকানের পিছনে নিয়ে কোন কিছু বুঝে উঠার আগেই বাপ্পী ও তামিম মাহফুজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় মাহফুজের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে মাহফুজের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রবিবার বিকেলে মাহফুজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মাসুদ ঢালী আরও জানান, তার ভাই মাহফুজকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। শেবাচিম হাসপাতালের বার্ণ ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, মাহফুজের শরীরের ২৩ ভাগ আগুনে পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ বিন আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
×