ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বিষধর সাপ আটক

প্রকাশিত: ০৯:৩২, ২৮ নভেম্বর ২০১৯

মুন্সীগঞ্জে বিষধর সাপ আটক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি বিরল প্রজাতির বিষধর সাপ ধরা পড়েছে। চার দিন ধরে স্থানীয়দের কাছে সাপটি আটক থাকার পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলার মালির অংক বাজারের কাছ থেকে রবিবার দুপুরে সাপটি আটক করা হয়। স্থানীয়রা ধারণা করছেন বিষধর সাপটি চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার জাতীয় সাপ। সাপটিকে আটককারী চা দোকানদার উজ্জ্বল বলেন, চার দিন আগে মালির অংক বাজারের কাছ থেকে সাপটিকে বস্তায় ভরে আটক করা হয়। এরপর এটিকে একটি ইঁদুর ধরার ফাঁদে (খাচায়) আটক করে রাখা হয়। কেউ কেউ বলছেন সাপটির নাম রাসেল ভাইপার। তবে, এমন সাপ জীবনে দেখি নাই। সাপটি লম্বায় প্রায় আড়াই হাত হবে। তিনি আরো বলেন, চার দিন ধরে সাপটি কিছু খায়নি। সাপটি ধরার পর লৌহজং উপজেলা পল্লী বিদ্যুত সমিতির নূরে আলমের কাছে রাখা হয়। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির লৌহজং অফিসের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর নূরে আলম ও চা দোকানদার উজ্জ্বল বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও বন বিভাগের অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণি পরিদর্শক অসীম মল্লিকের কাছে সাপটি হস্তান্তর করেছেন। এ বিষয়ে সাপটি প্রাপ্তি স্বীকার করে বন্যপ্রানি পরিদর্শক অসীম মল্লিক জানান, সাপটি ঢাকায় নেয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে সাপটিকে কোথায় রাখা বা পাঠানো হবে।
×