ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদক সমাজের জন্য একটি বিষফোঁড়া : আইজিপি

প্রকাশিত: ০৯:২৭, ২৮ নভেম্বর ২০১৯

মাদক সমাজের জন্য  একটি বিষফোঁড়া : আইজিপি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, অতীতে আমরা সেভাবে সন্ত্রাস, জঙ্গীবাদকে রুখে দিয়েছি, ঠিক তেমনিভাবে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমরা জানি, এই মূহূর্তে মাদক সমাজের জন্য একটি বিষফোঁড়া হয়ে আছে। তিনি বলেন, আগামী প্রজন্মকে যদি মাদকের গ্রাস থেকে মুক্ত রাখতে না পারি, তবে যুবসমাজ মাদকের আক্রান্ত হয়ে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তিনি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাওয়ার জন্য নির্দেশ ও পরামর্শ দিয়েছেন। আমরা এই ব্যাপারে অতীতে যেমন কঠোর ছিলাম ও ভবিষ্যতেও আরো কঠোর হবো। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে পুলিশ পরিচালিত কমিউনিটি ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি মোঃ আব্দুস্ সালাম, ডিআইজি আবু হাসান মুহাম্মদ তারিক, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম, র‌্যাব-১১’র ভারপ্রাপ্ত অধিনায়ক (ভারপ্রাপ্ত সিও) মোঃ রেজাউল হক, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী, বিকেইমইএর সাবেক সভাপতি ফজলুল হক এবং বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম প্রমুখ। পুলিশ মহাপরির্শক বলেন, পুলিশের একার পক্ষে অপারেশন বা অভিযানের মাধ্যমে দেশ থেকে মাদক দুর করা সম্ভব নয় এবং এজন্য প্রতিটি পরিবার ও সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ মাদক নির্মূলে আরো কঠোর হবে। তিনি বলেন, মানুষের দৌড়গড়ায় পুলিশকে নিয়ে যাওয়ার জন্য ৯৯৯ সেবাটি জরুরী সেবা হিসেবে পরিণত করেছি। এ সেবাটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। অনেকগুলো অপরাধ সংঘটিত হওয়ার আগেই উদঘাটনের জন্য ৯৯৯ এর মাধ্যমে পুলিশি সেবা, এ্যাম্বুলেন্স সেবা ও ফায়ার ব্রিগ্রেড সেবা এই তিনটি সেবা সমন্বিতভাবে জনগণের কাছে পৌঁছে দিয়েছি। এই সেবাটি আমরা ১শ’টি কল সেন্টারে (ডেক্সে) কাজ করছি। এটিকে বাড়িয়ে ৫শ’ কলসেন্টারে রূপান্তরের চেষ্টা করছি। এই সেবার মাধ্যমে গত দুই বছরে কয়েক কোটি ফোন রিসিভ করেছি এবং ৫৮ লক্ষ মানুষকে পুলিশ সহায়তা প্রদান করেছে। কমিউনিটি ব্যাংক সর্ম্পকে আইজিপি বলেন, আগামী বছর আমাদের সারা দেশে আরো ২৫টি শাখা উদ্বোধন করা হবে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের ফতুল্লায় এটি দ্বিতীয় শাখা। তিনি এই শাখায় নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ী, সমাজপ্রতি ও সাধারণ মানুষকে তাদের আমানত নিশ্চিতে রাখার জন্য আহবান জানাচ্ছি। এর আগে তিনি পুলিশ লাইন্স নারায়ণগঞ্জ মাঠে ফিতা এবং কেক কেটে পুলিশ লাইন্স ব্যারাক, সদর মডেল থানার ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ, সিদ্ধিরগঞ্জ থানা ভবন, ফতুল্লা মডেল থানার ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ, গোপালদী তদন্ত কেন্দ্র ভবন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স আবাসিক টাওয়ার নির্মাণ কাজ, পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলসহ ৮টি প্রকল্পের উদ্বোধন করেন।
×