ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজান মামলা দ্রুত বিচার করে শাস্তি দেয়া বিশ্বে এক বিরল ঘটনা : নাসিম

প্রকাশিত: ০৯:১২, ২৮ নভেম্বর ২০১৯

হলি আর্টিজান মামলা দ্রুত বিচার করে শাস্তি দেয়া বিশ্বে এক বিরল ঘটনা  :  নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ দ্রুত বিচার করে শাস্তি দেয়া বিশ্বে এক বিরল ঘটনা মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আছে বলেই হলি আর্টিজান বেকারীতে নারকীয় জঙ্গী হামলা মামলার দ্রুত বিচার সম্পন্ন হয়েছে। বিচারে সাত জঙ্গীর ফাঁসির আদেশ জনগণের প্রত্যাশা পুরণ করেছে বলেও তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার সকালে তিনি কাজিপুরের সোনামুখীতে শহীদ শেখ রাসেল শিশু পার্ক ও প্রস্তাবিত বিসিক শিল্প নগরীর স্থান পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শত্তকত হোসেন সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি অসুস্থ রাজনীতি করছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম আরো বলেন, বিএনপি রাজনীতিতে অব্যাহতভাবে ভুল করছে এবং সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়ে ও তাদের ওপর আক্রমণ চালিয়ে এই দলটি একটি ‘জনবিচ্ছিন্ন রাজনেতিক দলে পরিণত হয়েছে । তারা ২০১৪ সালে পেট্রোল বোমা ছুঁড়ে সাধারণ মানুষকে হত্যা করেছে, গাড়ি বাড়ি পুড়িয়েছে, ২০১৮ সালের নির্বাচনে মাঠ থেকে পালিয়েছে। তারা সাধারণ মানুষের জন্য নয়, কেবল নিজেদের স্বার্থেই রাজনীতি করে। বিএনপি সব সময় জনগণকে জিম্মি করে রাজনীতি করেছে-এ কারণেই এটি একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
×