ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রায়পুরে দ্রুতগামী ইটভাটার মাটি বোঝায় ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে নিহত ১

প্রকাশিত: ০৮:০৯, ২৮ নভেম্বর ২০১৯

রায়পুরে দ্রুতগামী ইটভাটার মাটি বোঝায়  ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে  নিহত ১

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর খালপাড় গ্রামে দ্রুতগামী ইটভাটার মাটি বোঝায় ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে এক মাদ্রাসার ছাত্র জুনায়েদ (৯) ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত জুনায়েদ পশ্চিম বারান্দী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। দূর্ঘটনার পর জনরোষে খান ইটভাটার ২টি ট্রাক্টর পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, জীবননগর উপজেলার পশ্চিম বারান্দীর খান ইটভাটার মাটি বোঝায় দুটি ট্রাক্টর বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরের চালক রায়পুর খালপাড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বারান্দী হাফেজিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেনীর ছাত্র জুনায়েদকে চাপা দেয়। সে সময় ঘটনাস্থলেই সে নিহত হয়। ওই সময় উত্তেজিত লোকজন খান ইটভাটার দুইটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই ট্রাক্টর দুটি পুড়ে যায়। তিনি জানায় ট্রাক্টরের চালক পালিয়ে যাওয়ার কারতে তাকে তাৎক্ষনিক আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম ও রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত লোকজনকে শান্ত করেন। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, নিহত জুনায়েদের লাশ নেয়ার ব্যাপারে তার স্বজনরা আবেদন করেছে। এ দূর্ঘটনায় কারর কোন অভিযোগ থাকলে লাশের ময়না তদন্ত হবে, নতুবা লাশ দাফনের জন্য নিহতের স্বজনদের কাছে দিয়ে দেয়া হবে।
×