ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় অটিজম ও প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া উৎসব

প্রকাশিত: ০৬:১৫, ২৮ নভেম্বর ২০১৯

নওগাঁয় অটিজম ও প্রতিবন্ধীতা বিষয়ক  সচেতনতা ও  ক্রীড়া উৎসব

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ “অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা বোঝা নয়”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁয় অটিজম ও প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সমাজের স্বাভাবিক শিশুদের মতো তাদেরও খেলাধূলা ও বিনোদনের প্রয়োজন আছে। সরকার সমাজের এই সব অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মূল ধারায় নিয়ে আসার জন্য নানা খেলাধূলা ও বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করে আসছেন। তারই ধারাবাহিকতায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০১৯-২০ এর অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। শহরের দয়ালের মোড়ে অবস্থিত আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন, প্রতিষ্ঠানের সকল শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।। প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিষ্ঠানের ৭০জন শিক্ষার্থী বল কুড়ানো, খাঁচায় বল ফেলা, দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
×