ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ১২০জনকে ঋণ বিতরণ

প্রকাশিত: ০৬:০৬, ২৮ নভেম্বর ২০১৯

নীলফামারীতে ১২০জনকে ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে নীলফামারীতে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ১০ টাকা হিসাবধারীদের মধ্যে ঋণ বিতরণের সচেতনতা সৃষ্টি ও প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট নির্দেশনায় জেলার ২৮টি ব্যাংকের ১২০জন প্রান্তিক কৃষক ও ক্ষদ্র ব্যবসায়ী গ্রাহকের মাঝে ৪২ লাখ টাকার ঋণ প্রদান করা হয়। লীড ব্যাংক নীলফামারী জনতা ব্যাংক লিঃ আয়োজনে সমন্বয়কারীর ভূমিকা পালন করে। উক্ত ঋণ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপন মোহাম্মদ আবুল হাসেম। রংপুর জনতা ব্যাংক লিঃ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিঃ রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, জনতা ব্যাংক লিঃ ঢাকা প্রধান কার্যালয়ের রিটেইল কাস্টমার ডিপার্টমেন্ট-৪ উপ-মহাব্যবস্থাপক আনোয়ারা আক্তার, অগ্রণী ব্যাংক লিঃ রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ শাহ্জাহান মিঞা, নীলফামারী সোনালী ব্যাংক লিঃ আঞ্চলিক কার্যালয়ের সহকারী সহাব্যবস্থাপক মোঃ আব্দুস সুলতান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নীলফামারী জোনের জোনাল ব্যবস্থাপক প্রদীপ কুমার দত্ত। স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিঃ নীলফামারী শাখার ব্যবস্থাপক মোছাদ্দেক হোসেন। আয়োজকরা জানায়, আর্থিক অন্তভুক্তিকার্যক্রমের আওতায় ১০ টাকার হিসাবধারী ক্ষুদ্র,প্রান্তিক ও ভুমিহীন কৃষক, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ নি¤œ আয়ের পেশাজীবী এবং প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট নির্দেশনায় পরিচালিত পুনঃঅর্থায়ন স্কীম এ চুক্তিভুক্ত ব্যাংকগুলো এ ঋণ প্রদান করে। উক্ত ঋণ বিতরন অনুষ্ঠানে জেলার অন্যান্য ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×