ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন

প্রকাশিত: ০৪:১৭, ২৮ নভেম্বর ২০১৯

খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি ( সনাক)। আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ জানান। বক্তারা অভিযোগ করেন,বৈশ্বক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত দিক তুলে ধরে দ্রুত কার্যকরি প্রদক্ষেপ গ্রহণের দাবি জানান। স্পেনের মাদ্রিদে আসন্ন কপ-২৫ সম্মেলনে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের পাশাপাশি ক্ষয়-ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে এ লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সনাক খাগড়াছড়ি জেলা সভাপতি প্রফেসর বোধিসত্ব দেওয়ানের সভাপতিত্বে মানবন্ধনে সনাকের সহ-সভাপতি লালসা চাকমা, এডভোকেট অভ্যুদয় চাকমা, সাংবাদিক জহুরুল আলম, আবু দাউদ উপস্থিত ছিলেন।
×