ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেশবপুরে আমন ধান সংগ্রহ শুরু

প্রকাশিত: ০২:০১, ২৮ নভেম্বর ২০১৯

কেশবপুরে আমন ধান সংগ্রহ শুরু

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ আজ বৃহস্পতিবার কেশবপুরে আমন ধান সংগ্রহ শুরু করা হয়েছে। কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক প্রধান অতিথি হিসেবে ধান সংগ্রহের উদ্বোধন করেন। লটারির মাধ্যমে তালিকা করা প্রকৃত চাষিদের নিকট থেকে এই ধান সংগ্রহ চলবে আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত। গোটা উপজেলার এক হাজার বার জন কৃষকের প্রত্যেকের নিকট থেকে এক মেট্রিকটন করে ধান নেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেশবপুর খাদ্য গুদামে ধান সংগ্রহ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ইসমাত আরা সাদেক বলেন, আমারা এখন খাদ্যে সয়ংসম্পূর্ন। শেখ হাসিনার উদ্যেশ কোন দূর্যোগ মোকাবেলা বা কোন সাহায্য সহযোগিতা প্রয়োজনের কথা চিন্তা করেই খাদ্য গুদামে ধান সংগ্রহ করা হচ্ছে। শেখ হাসিনার অক্লান্ত চেষ্ঠা আর সময়পোযোগি সিদ্ধান্তের কারনে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমরা এগিয়ে চলেচি, আরও এগিয়ে যেতে হবে আমাদের। কৃষকদের আরও বেশি বেশি করে খাদ্য উৎপাদন করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ লেয়াকত আলী, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লাইলা আফরোজ প্রমুখ। উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা জানান, কেশবপুরে এবার ৯ হাজার ৭শ’ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তাতে উৎপাদন হয়েছে প্রায় ৩৮ হাজার ৮শ’ মেট্রিকটন ধান। গোটা উপজেলার ২৩ হাজার কৃষকের মধ্যে লটারি করে ১ হাজার ১২জন কৃষক নির্বাচন করা হয়েছে। তবে গরীব কৃষকদের বেশী গুরুত্ব দেয়া হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোঃ আবুল হাসান জানান, ২৬ টাকা কেজি দরে ১ হাজার ১২ মেট্রিকটন ধান সংগ্রহ করা হচ্ছে। তালিকাভুক্ত প্রতি কৃষকের নিকট থেকে ১ মেট্রিকটন করে ধান সংগ্রহ করা হবে।
×