ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহাস্থানগড়ের প্রত্ন খনন পরিদর্শনে ফরাসী রাষ্ট্রদূত

প্রকাশিত: ১০:২৭, ২৩ নভেম্বর ২০১৯

মহাস্থানগড়ের প্রত্ন  খনন পরিদর্শনে ফরাসী রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত জিন মেরিন সিহু ও তার স্ত্রী মেরী ক্যারোলিন শুক্রবার বিকেলে বগুড়ার মহাস্থানগড়ের জাহাজঘাটায় বাংলাদেশ-ফ্রান্স যৌথ প্রত্ন খনন কাজ পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত খনন কাজে নিয়োজিত প্রত্ন কর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। উল্লেখ্য, রাষ্ট্রদূত জিন মেরিন সিহু নিজেও একজন প্রত্নতাত্ত্বিক গবেষক। প্রত্ন খননে নেতৃত্বে থাকা প্রত্নতত্ত্ব অধিদফতরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, চলতি মাসের তৃতীয় সপ্তাহে প্রত্ন খনন কাজ শুরু হয়েছে। চলবে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত। খননে উল্লেখযোগ্য প্রত্ন সামগ্রী, মাটির নিচে প্রাচীন ধ্বংসাবশেষ ও প্রাচীন অবকাঠামো পাওয়া গেলে খননের সময় বাড়ানো যেতে পারে। ফরাসী রাষ্ট্রদূত জানান, জিন মেরিন মহাস্থানগড়ে প্রাপ্ত প্রত্ন নিদর্শন অমূল্য প্রত্ন সম্পদ। যেগুলোর রাসায়নিক ও প্রত্ন পরীক্ষায় দক্ষিণ পূর্ব এশিয়া ও উপমহাদেশের কয়েকটি কালের প্রাচীন ইতিহাসের বৈচিত্র্যময় অধ্যায় উদ্ধার করা যাচ্ছে। যা বিশ্ববিদ্যালয় ও উচ্চতর বিদাপীঠে আগামী প্রজন্মের কাছে বড় ধরনের গবেষণার বিষয় হতে পারে। রাষ্ট্রদূত মহাস্থানগড় জাদুঘর পরিদর্শন করেন ও প্রত্নতত্ত্ব রেস্ট হাউসে রাত্রী যাপন করেন। শনিবার তিনি সস্ত্রীক নওগাঁয় বিশ্ব ঐতিহ্যের অংশ পাহাড়পুর পরিদর্শনের পর ঢাকা ফিরে যাবেন।
×