ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে আসা ১৮ জনকে আটক

প্রকাশিত: ০৭:১৪, ২২ নভেম্বর ২০১৯

  নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে আসা ১৮ জনকে আটক

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় নিরাপত্তা সংস্থায় (এনএসআই) নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে আসা ১৮ জনকে আটক করেছে এনএসআই। আটককৃতরা হচ্ছে, শাহিদ আলম, ইফরাত হোসেন, শাহিন তালুকদার, মোঃ কাউছার আলী, রাফি সাদমান, বাহারুল ইসলাম, আলমগীর হোসেন, সোহেল আহমেদ, মোঃ শাহাদত হোসেন, শহীদুল্লাহ, মোঃ শাহজামাল, মোঃ গোলাম রাব্বানী, এ এস এম ইছা খান, মাজেদুল ইসলাম, হাবিবুল বাশার, মোঃ শরিফুল ইসলাম, মোঃ রফিক মিয়া ও মোঃ আব্দুর রহিম। শুক্রবার মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। এনএসআই সূত্র জানায়, আটককৃতদেও মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই টাকার বিনিময়ে পরীক্ষা দিতে এসেছিলেন।
×