ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালের ৩০টি ইট ভাটিতে পাঁচ কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ০৪:৩৫, ২২ নভেম্বর ২০১৯

     বরিশালের ৩০টি ইট ভাটিতে পাঁচ কোটি টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে জেলার বাবুগঞ্জ উপজেলার অনুমোদিত চলমান ৩০টি ইট ভাটির কমপক্ষে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি নিরুপণ করেছেন ইট ভাটি মালিক সমিতির নেতৃবৃন্দরা। বিভিন্ন ইট ভাটি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এই ক্ষয়ক্ষতি নিরুপণ করা হয়েছে। সে মোতাবেক ৩০টি ইট ভাটির ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে জোয়ারের পানি এবং অতিবৃষ্টির কারণে গড়ে প্রায় সাত লাখ ইট সম্পূর্ণরূপে মাটির সাথে মিশে গেছে। আর এমন হিসেবে ৩০টি ভাটায় দুই কোটি ১০ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে কমপক্ষে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শুক্রবার সকালে ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা এসব তথ্য জানিয়েছেন। ইট ভাটি মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন জনকণ্ঠকে বলেন, চলতি বছর প্রতিটি ইট ভাটিতে ইট পিছু তিনগুন খরচ হচ্ছে। প্রথমত তৈরী খরচ এবং দ্বিতীয় নষ্ট ইট অপসারণ মজুরী এবং সেই ইট পুনঃরায় তৈরী করা। এ ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব নয়, কারণ প্রতিটি ইট ভাটার রয়েছে মোটা অংকের ঋণ। দাদন ছাড়া কোটি কোটি টাকা নগদ ব্যয় করে ভাটা চালানো সম্ভন নয়, বিধায় সকল ভাটার বিপরীতে দাদন অথবা ঋণ নেয়া আছে। ফলে চলতি বছর সকল ইট ভাটির মালিককে লোকসান গুনতে হবে।
×