ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জমকালো আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

প্রকাশিত: ০৪:৩২, ২২ নভেম্বর ২০১৯

  জমকালো আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ইবি সংবাদদাতা ॥ জমকালো আয়োজনে পালিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস। আনন্দ র্যালি, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে কতৃপক্ষ। জানা যায়, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল ১০ টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শুরু বের হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, দ্বায়িত্বরত প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশ^বিদ্যালয় দিবস উপলক্ষে বিকেলে ক্যাম্পাসের বাংলামঞ্চে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পিদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। অনুষ্ঠানে নান্দনিক নৃত্য, গান ও বিশ^বিদ্যালয় থিয়েটারের আয়োজনে মঞ্চনাটক ‘পন্তা আকালী’ নাটক মঞ্চস্থ হয়েছে।
×