ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ০২:০৫, ২২ নভেম্বর ২০১৯

চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রিফুজি পাড়া চৌঢালা এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলিসহ আমির চাঁন নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবক নওগাঁ জেলার নারায়নপুর পোরসা গ্রামের মো. তমিজ উদ্দিনের ছেলে মো. আমির চাঁন (২৩)। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের র্যাব জানতে পারে, পাচারের লক্ষে গোমস্তাপুরে অস্ত্র নিয়ে এক যুবক অবস্থান করছে। খবর পাবার পর র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলিসহ হাতেনাতে যুবক আমির চাঁনকে গ্রেফতার করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির চাঁন অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘঁনায় গোমস্তাপুর থানায় দি আর্মস এ্যাক্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিৎ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী অধিনায়ক এ.টি.এম মাইনুল ইসলাম।
×