ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

প্রকাশিত: ১২:৫৭, ২২ নভেম্বর ২০১৯

ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বৃহস্পতিবার ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরাইলের বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। খবর বাসসর। বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিন ভূ-খণ্ডে ইসরাইলী দখল ও বসতি স্থাপন কার্যক্রমের অবৈধতার প্রশ্নে বাংলাদেশের কোন সন্দেহ নেই।’ এতে বলা হয়েছে, মাতৃভূমিতে ফিলিস্তিন জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশ তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং ইসরাইলকে এ ব্যাপারে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), ইউএনজিএ, এইচআরসি, আন্তর্জাতিক আদালত সকলেই নিশ্চিত করেছে যে দখলকৃত ফিলিস্তিনী অঞ্চলগুলোতে ইসরাইলের বসতি গড়ে তোলা ও সম্প্রসারণ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম আন্তর্জাতিক আইনে অবৈধ। বিবৃতিতে ইউএনএসসি-এর ৩৩৮, ৪২৫, ১৩৯৭, ১৫১৫ ও ১৫৪৪ এবং শান্তির জন্য ভূমিনীতিসহ ইউএনএসসি ২৪২ এবং অন্যান্য ইউএনএসসি প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠিত ফিলিস্তিন এবং এর আঞ্চলিক সংহতির প্রতি বাংলাদেশের দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।
×