ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসএ গেমসের মহিলা ক্রিকেট দল

প্রকাশিত: ১১:৪৯, ২২ নভেম্বর ২০১৯

এসএ গেমসের মহিলা ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১০ সালে প্রথমবার সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) ক্রিকেট ইভেন্ট হয়েছিল। সেখানে ছেলেদের ক্রিকেট হয়েছে। এবার ১৩তম আসরে পুনরায় ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পুরুষ ও মহিলা দলের খেলা হবে। বৃহস্পতিবার সালমা খাতুনকে অধিনায়ক করে নেপালে অনুষ্ঠিতব্য এবারের এসএ গেমসের জন্য ১৫ জনের মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের কাঠমা-ু ও পোখারায় এসএ গেমসে মেয়েদের ক্রিকেটের প্রতিযোগিতা টি২০ ফরমেটে অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা খেলবে পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে। ‘এ’ গ্রুপে আছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। পোখারায় ২ ডিসেম্বর মালদ্বীপ ও ৫ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবেন সালমারা। বাংলাদেশ দল ॥ সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম, আয়েশা রহমান শুকতারা, ফারজানা হক পিঙ্কি, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, শবনম মোস্তারি, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, রিতু মনি, পুজা চক্রবর্তী, রাবেয়া। স্ট্যান্ডবাই ॥ মিমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম, সুরাইয়া আজিম, পান্না ঘোষ, শায়লা শারমীন।
×