ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ১১:০৬, ২২ নভেম্বর ২০১৯

ঝলক

সরাসরি ফোন ও চাকরির প্রস্তাব! ভারতের মুম্বাইয়ের শান্তনু নাইডুর সঙ্গে ২০১৪ সালে রতন টাটার প্রথম দেখা হয়। পাঁচ বছর পর সম্প্রতি তার সংস্থায় কাজ করার প্রস্তাবসহ রতন টাটার ফোন পান শান্তনু। ২৭ বছরের শান্তনুর স্বপ্নের এই ঘটনা ফেসবুকে পোস্ট করেন। ‘হিউম্যানস অব বম্বে’ পেজে তিনি জানিয়েছেন সেই কথা। একদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে একটি কুকুরকে রাস্তায় মরে পড়ে থাকতে দেখেন শান্তনু। কোন গাড়ি তাকে চাপা দিয়েছিল। বিষয়টি তাকে খুব কষ্ট দেয়। এরপর থেকে তিনি রাস্তার কুকুরদের মৃত্যু আটকাতে কয়েক বন্ধুর সঙ্গে আলোচনা করেন। পরে তাদের গলায় কলার পরিয়ে দেন। সেগুলোতে আলো পড়লে ঝলমল করে ওঠে। ফলে রাতের গাড়ির আলো পড়লেই কলারগুলো নজরে পড়ে চালকের। বেঁচে যায় কুকুরগুলো। শান্তনুর এই কাজ টাটা গ্রুপের নিউজ লেটারে প্রকাশ পায়। এর পর থেকে কুকুরের কলার কিনতে লাইন পড়ে যায়। বিষয়টি রতন টাটাকে বলার জন্য একটি চিঠি লেখেন। দুমাস পর চিঠি পান তিনি। সেই চিঠিতে দেখা করার সুযোগ পান। সেখানে তার কাজ এগিয়ে নেয়ার সহয়তা পেতে থাকেন। তারপর কেটে যায় পাঁচ বছর। সম্প্রতি একটি ফোন পান শান্তনু। সেই ফোনে বলা হয়, আমার অফিসে প্রচুর কাজ রয়েছে। একজন সহকারী প্রয়োজন। আপনি কি আমার সহকারী হিসেবে কাজ করবেন। ফোনে চাকরিদাতার নাম বলা হয় রতন টাটা। মুহূর্তেই হ্যাঁ বলে দেন। তারপর থেকেই কাজ শুরু। -এনডিটিভি টমেটোর গয়নায় বিয়ের সাজ! বিয়ে মানেই সোনার গয়নায় সেজে কনের উজ্জ্বল উপস্থিতি। কান থেকে গলায় কারুকাজ আর বিভিন্ন ধরনের অলঙ্কারের সমাহার। তবে পাকিস্তানে এক বিয়ের কনে গায়ে সোনার গয়না না পড়ে টমেটোর হার পরে বিয়ে করেছেন। দেশটিতে টমেটোর দাম এতই বেড়ে গেছে, যে টম্যাটোর গয়নাকেই বেছে নিয়েছেন নববধূ। কনের বেশে ওই নববধূ সেজেছেন টমেটোর টায়রা,গলার হার, কানের দুলে। তিনটি বক্সে গয়না এসেছে, যার পুরোটাই টম্যাটো দিয়ে তৈরি। কেন এই সাজ সেজেছেন সে প্রশ্নের উত্তরে জানিয়েছেন, সোনার দাম বেশি। পাকিস্তানে টমেটোর দামও সোনার মতোই! সেজন্যই তিনি সোনার জায়গায় পরেছেন টমেটোর হার আর গয়না। পাকিস্তানে টমেটোর দাম প্রতি কেজি তিন শ’ রুপী। পেঁয়াজের দামও অনেক বেশি। এই মুহূর্তে সেখানে পাইকারি হারে পেঁয়াজের দাম দাঁড়িয়েছে প্রতি কেজি ৯০ থেকে এক শ’ রুপী। আর পাকিস্তানে টমেটোর দাম বৃদ্ধির অন্যতম কারণ ভারত থেকে সবজি ও টমেটো রফতানি বন্ধ করে দেয়া। -ইন্ডিয়া টাইমস
×