ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁ সদর উপজেলার ১৯০৫ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ০৫:৪৩, ২০ নভেম্বর ২০১৯

নওগাঁ সদর উপজেলার ১৯০৫ জন কৃষকের  মাঝে বীজ ও সার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ সদর উপজেলার ১ হাজার ৯শ’ ৫ জন কৃষকের মাঝে সরিষা, ভুট্টা, পেঁয়াজ, শীতকালীন মুগ ও গ্রীষ্মকালীন মুগ ফসলের অনুকুলে প্রণোদনা হিসাবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে রবি এবং পরবর্তী খরিফ-০১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রনোদনার সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষকের জন্য ১ বিঘা জমির বিপরীতে এই প্রণোদনা প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মফিদুল ইসলাম জানান, সদর উপজেলায় ১ হাজার ১শ’ ৭০ জন সরিষা চাষী, ৫শ’ ৬০ জন ভুট্টা চাষী, ৭০ জন শীতকালীন মুগডাল চাষী, ৮৫ জন গ্রীষ্মকালীন মুগডাল চাষী এবং ২০ জন পেঁয়াজ চাষীকে এসব প্রণোদনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, নওগাঁ সদর আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা। প্রনোদনা হিসেবে সরিষা চাষীদের জনপ্রতি ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ভুট্টা চাষীদের জনপ্রতি ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, পেঁয়াজ চাষীদের জনপ্রতি ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, শীতকালীন মুগডাল চাষীদের জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং গ্রীষ্মকালীন মুগডাল চাষীদের জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিতরন করা হয়েছে।
×