ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টঙ্গীতে চালকদের মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর, আহত ৫

প্রকাশিত: ০৪:২০, ২০ নভেম্বর ২০১৯

টঙ্গীতে চালকদের মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ সড়কের নয়া আইন বাতিল দাবিতে আজ বুধবার দুপুরে টঙ্গীর চেরাগআলী মার্কেট ট্রাক স্ট্যান্ডের সামনে চালক-শ্রমিকরা ঢাকা-গাজীপুর মহাসড়কে অবরোধ করলে রাস্তায় সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় উত্তেজিত চালক-শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে কয়েকটি গাড়ি ভাংচুর এবং ৫ পথচারী ও যাত্রী আহত হন। অবরোধের সময় স্হানীয় পুলিশ ও সিভিল প্রশাসনের কয়েক কর্মকর্তা সড়কে আটকা পড়েন এবং তাদের গাড়ী গুলোতো অবরোধে অংশ নেয়া চালকদের নিক্ষিপ্ত ইটপাটকেল এসে পড়ে। এ ঘটনার পর ঢাকা-গাজীপুর মহাসড়কে গণপরিবহনসহ সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। টঙ্গী পশ্চিম থানার ওসি জনকণ্ঠকে জানান, পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। চালক-শ্রমিকদের মহসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ দিকে চেরাগআলী ট্রাক স্ট্যান্ডের চালক-শ্রমিক-মালিকরা জনকণ্ঠকে জানিয়েছেন, সড়কের নয়া আইন যতক্ষণ পর্যন্ত বাতিলের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত মহাসড়কে কোন প্রকার যানবাহন চলাচল করতে দেয়া হবে না।
×