ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নাটোরে চলতি মৌসুমে আমন ধান সংগ্রহ অভিযান শুরু

প্রকাশিত: ০৩:১০, ২০ নভেম্বর ২০১৯

নাটোরে চলতি মৌসুমে আমন ধান সংগ্রহ অভিযান শুরু

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ প্রায় সাড়ে ৮হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নিয়ে নাটোরে চলতি মৌসুমে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ বুধবার সকালে নাটোর সদর উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামলী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোত্তুর্জা আলী বাবলু, জেলা আওয়ামলী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, সাংবাদিকবৃন্দপ্রমূখ। চালের মূল্য বৃদ্ধিরপ্রবণতার মুখেই এ কর্মসূচী বাজার নিয়ন্ত্রনে ভূমিকা রাখবে বলে মনে করছে খাদ্যবিভাগ। কৃষি বিভাগ জানায়, নাটোরে জেলায় এবার ৫৯ হাজার ২৯০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৩ লাখ মে.টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। আর ইতিমধ্যেই বাজারে চলে এসেছে প্রায় দেড় লাখ মে.টন আমন ধান।
×