ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার ফিলিপাইনে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘কালমেগি’

প্রকাশিত: ০১:০৭, ২০ নভেম্বর ২০১৯

এবার ফিলিপাইনে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘কালমেগি’

অনলাইন ডেস্ক ॥ ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে সামুদ্রিক ঝড় ‘কালমেগি’। বিপদের সংকেত দিচ্ছে উত্তাল সমুদ্র। ইতোমধ্যে উপকূলে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। আর কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ঝড়। এ কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা বলছেন, চলতি বছর কালমেগিই ফিলিপাইনের সবচেয়ে ভয়াবহ ঝড় হতে চলেছে। ধারণা করা হচ্ছে, এই ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় কমপক্ষে ১৫০ কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের বুকে চারদিন ধরে তাণ্ডব চালিয়ে, টাইফুন আকারে দ্রুত ধেয়ে আসছে স্থলভাগে। আগামী কয়েক ঘণ্টায় তা আছড়ে পড়বে ফিলিপাইনের উপকূলে। ক্রমশই শক্তি বাড়িয়ে 'কালমেগি' এখন টাইফুন। কালমেগির করাল থাবা থেকে লোকজনকে বাঁচাতে, সমুদ্র উপকূল খালি করছে প্রশাসন। বর্তমানে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে, ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থান করছে এই সামুদ্রিক ঝড়। কালমেগি আছড়ে পড়ার আগেই উত্তাল সমুদ্র বিপদের সংকেত দিচ্ছে। ফিলিপাইনের সমুদ্র উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদরা বলছেন, চলতি বছর ‘কালমেগি’ই ফিলিপিন্সের সব থেকে বড় ঝড় হতে চলেছে। জানা গেছে, ফিলিপাইনের ফিলিপিন্সের কাগায়ান প্রদেশের উপর ঝড় আছড়ে পড়ার কথা। স্থানীয়রা আবার এই ঝড়ের নাম দিয়েছেন রামন।
×