ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে আদালতের নির্দশনায় জব্দকৃত পেঁয়াজ নিলামে

প্রকাশিত: ২৩:১১, ২০ নভেম্বর ২০১৯

লক্ষ্মীপুরে আদালতের নির্দশনায় জব্দকৃত পেঁয়াজ নিলামে

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে অদালতের নির্দেশনায় জব্দকৃত ১৬‘শ কেজি পেঁয়াজ নিলাম বিক্রি করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌর শহরের গেঞ্জি হাটা রোডে স্থানীয় প্রশাসনের উপস্থিতি এসব পেঁয়াজ বিক্রি করা হয়। নিলামে পাঁচজন ব্যবসায়ী অংশগ্রহনে সর্বোচ্চ দর দিয়ে ১৬‘শ কেজি পেঁয়াজ ক্রয় করেন, স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরাম শাকিল, বাজার নিয়ন্ত্রন কর্মকর্তা মনির হোসেন, বনিক সমিতি সহ-সভাপতি আজিজুর রহমান প্রমুখ। জব্দকৃত ৪২ বস্তা (১৬‘শ কেজি) প্রতি কেজি দেশীয় পেঁয়াজ এক‘শ টাকা এবং মিশরি পেঁয়াজ কেজি প্রতি ৭৬ টাকা করে করে মোট এক লাখ সাত হাজার ৭৮০ টাকা নিলাম বিক্রি করা হয়। তবে প্রতি কেজি পেঁয়াজে দুই টাকা লাভবানে বিক্রি করার নির্দেশনা দেন ভ্রাম্যমান আদালত। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, গত ১৬ নবেম্বর গোয়েন্দা সংস্থা এন এস আই এর তথ্যের ভিত্তিতে নিয়ম বহির্ভূত ভাবে পেঁয়াজ মজুদ রাখায় ১৬‘শ কেজি (৪২ বস্তা) পেঁয়াজ জব্দসহ একটি গোডাউন সিলগালা করে দেয়া হয়। পরে আদালতে মামলা করলে আদালত নিলামে বিক্রি করার নির্দেশনা দেন।
×