ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণহত্যা জাদুঘর স্থাপনে সহায়তা করবে রাশিয়া

প্রকাশিত: ১১:০৯, ২০ নভেম্বর ২০১৯

গণহত্যা জাদুঘর স্থাপনে সহায়তা করবে রাশিয়া

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যা বিষয়ক জাদুঘর স্থাপনে বাংলাদেশকে সহায়তা করবে রাশিয়া। বাংলাদেশে গণহত্যার স্মৃতি ও দলিলসমূহ সংরক্ষণের বিষয়ে গৃহীত প্রকল্প ‘কনসোর্টিয়াম অব আর্কাইভ এ্যান্ড মিউজিয়াম ১৯৭১ : জেনোসাইড টর্চার’ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে নির্মিত হবে এই জাদুঘর। জাদুঘর নির্মাণে সহায়তা করবে রাশিয়ার ভিক্টরি মিউজিয়াম। সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র জানায়, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ১৬ থেকে ১৭ নবেম্বর রাশিয়ার রাজধানী মস্কো সফর করেন। সফরকালীন সময়ে বাংলাদেশ প্রতিনিধিদল রাশিয়ার ভিক্টরি মিউজিয়ামের ভারপ্রাপ্ত প্রধান এল্ডার ইয়ানি বকেভ এবং আন্তর্জাতিক বিভাগের পরিচালক সার্গেই ওরলভ প্রমুখের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে নির্মিতব্য গণহত্যা জাদুঘর ও ভিক্টরি মিউজিয়ামের পার্টনারশিপ, দ্বিপাক্ষিক প্রদর্শনী বিনিময়, কারিগরি সহায়তা প্রভৃতি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ভিক্টরি মিউজিয়াম কর্তৃপক্ষ বাংলাদেশে ১৯৭১ এর গণহত্যা বিষয়ক জাদুঘর স্থাপনে প্রয়োজনীয় কারিগরি সহায়তার আশ্বাস প্রদান করে। সফরের অংশ হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদল মস্কোতে ক্রেমলিনের জাদুঘরসমূহ এবং রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধবিষয়ক স্মৃতি জাদুঘর ভিক্টরি মিউজিয়াম পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী বাহিনীর বর্বরতা এবং রাশিয়ার জনগণের বীরোচিত সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার সাক্ষ্যবহ বিভিন্ন স্মৃতিসামগ্রী, তথ্যচিত্র, প্রামাণ্য দলিলসহ এতদসংক্রান্ত উচ্চ প্রযুক্তির নান্দনিক উপস্থাপনা প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে প্রতিনিধিদল জাদুঘরের বিভিন্ন কারিগরি বিষয়েও সম্যক ধারণা লাভ করেন।
×