ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভ্রাম্যমাণ আদালতে দ-িত কত শিশু মুক্তি পেয়েছে জানতে চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ১১:০৮, ২০ নভেম্বর ২০১৯

ভ্রাম্যমাণ আদালতে দ-িত কত শিশু মুক্তি পেয়েছে জানতে চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ ভ্রাম্যমাণ আদালতে দ-িত হয়ে ১২ থেকে ১৮ বছর বয়সী কতজন শিশু জামিনে মুক্তি পেয়েছে, তা জানতে চেয়েছে হাইকোর্ট। পাশাপাশি শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ বছরের কম বয়সী কতজন শিশু মুক্তি পেয়েছে এবং তাদের কার কাছে তুলে দেয়া হয়েছে তা-ও জানতে চাওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ রেলওয়ে জমি জালিয়াতির মাধ্যমে বন্ধক রেখে রূপালী ব্যাংকের ১৬২ কোটি টাকা আত্মসাতের চেষ্টা জামিন হয়নি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মনোরঞ্জন দাসের। অন্যদিকে জাহাজভাঙ্গা ইয়ার্ডের দুর্ঘটনার তথ্য চেয়েছে আদালত। প্রতিবেদন পাওয়ার পর ৫ জানুয়ারি মূল আবেদনটির বিষয়ে চূড়ান্ত নির্দেশ দেয়া হবে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। ভ্রাম্যমাণ আদালতে দ-িত হয়ে ১২ থেকে ১৮ বছর বয়সী কতজন শিশু জামিনে মুক্তি পেয়েছে, তা জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোঃ মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একটি দৈনিকে প্রকাশিত উল্লেখিত শিশুর বাইরে ভ্রাম্যমাণ আদালতে দ-িত অন্য কোন শিশু আছে কি না, থাকলে তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ নেয়া হয়েছে, তা-ও জানাতে বলেছে আদালত। আগামী মঙ্গলবারের মধ্যে রাষ্ট্রপক্ষকে এসব তথ্য জানাতে হবে। ওই দিন পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত। আদালতে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। ‘আইনে মানা, তবু ১২১ শিশুর দ- শিরোনামে গত ৩১ অক্টোবর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশ হলে তা নজরে আনেন চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) চেয়ারম্যান ও সুপ্রীমকোর্টের আইনজীবী আবদুল হালিম। শুনানি শেষে স্বপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন আদালত। ওইদিন ভ্রাম্যমাণ আদালতে দ-িত হয়ে গাজীপুরের টঙ্গী ও যশোরের পুলেরহাটের কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ বছরের কম বয়সী শিশুদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট। টঙ্গী ও যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কদের প্রতি এ নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ-িত হয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ বছরের বেশি বয়সী থেকে ১৮ বছর পর্যন্ত বয়সী শিশুদের ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। জামিন হয়নি মনোরঞ্জন দাসের বাংলাদেশ রেলওয়ে জমি জালিয়াতির মাধ্যমে বন্ধক রেখে রূপালী ব্যাংকের ১৬২ কোটি টাকা আত্মসাতের চেষ্টা জামিন হয়নি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মনোরঞ্জন দাসের। মঙ্গলবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তার রুল ডিসচার্জ করে রায় দেন। এর আগে গত ১৪ অক্টোবর তাকে জামিন কেন প্রদান করা হবে না সেই প্রশ্নে হাইকোর্ট রুল দিয়েছিল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মোঃ আশিফ হাসান, আসামি পক্ষে শুনানি করেন মোঃ আজিম উদ্দিন। জাহাজভাঙ্গা ইয়ার্ডের দুর্ঘটনার তথ্য চেয়েছে আদালত বিভিন্ন দুর্ঘটনা বিষয়ে তাদের অনুসন্ধান, দায়ী ইয়ার্ডের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ও সংশোধনমূলক পদক্ষেপের বর্ণনা এবং আহত, নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনে গৃহীত পদক্ষেপের বিস্তারিত জানিয়ে আগামী ৫ জানুয়ারি, ২০২০ এর মধ্যে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জনাব মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জনাব খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এ নির্দেশনা প্রদান করেন। বেলা‘র পক্ষে আবেদনটির শুনানি করেন এ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান এবং তাকে সহায়তা করেন এ্যাডভোকেট সাঈদ আহমেদ কবীর।
×