ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রেস নোটে হুঁশিয়ারি

লবণ নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

প্রকাশিত: ১০:৫৯, ২০ নভেম্বর ২০১৯

লবণ নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

জনকণ্ঠ ডেস্ক ॥ দাম বেড়ে যাওয়ার কথা ছড়িয়ে ঢাকাসহ সারাদেশে লবণ কেনার হিড়িক তৈরির মধ্যে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় সরকারী এক প্রেস নোটে বলা হয়েছে, দেশে লবণের কোন সঙ্কট নেই বা এমন কোন সম্ভাবনাও নেই। ‘লবণ নিয়ে কিংবা অন্য কোন বিষয়ে কোন ব্যক্তি বা মহল সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনভাবে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ খবর বিডিনিউজের পেঁয়াজের পর লবণের সঙ্কটের কথা ছড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টার মধ্যে এই প্রেস নোট দিয়েছে সরকার। বিশেষ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে তথ্য অধিদফতর প্রেস নোট জারি করে। লবণ নিয়ে কারসাজি দমনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাঠে নেমেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ‘তারা বাজার মনিটর করে যাকে জেল দেয়ার দরকার, তাকে জেল-জরিমানা করবে।’ বর্তমানে দেশে সাড়ে ৬ লাখ টন লবণ মজুদ রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি একেবারেই একটা অবাস্তব সুযোগ নিচ্ছে শুধুমাত্র একটা গুজব দিয়েই, বাস্তবে এর কোন কারণ নেই। দেশে লবণের উৎপাদন পর্যাপ্ত হওয়ায় আমদানিও বন্ধ রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোন কারণ নেই দাম বাড়ার। চাহিদার ৬ গুণ বেশি লবণ মজুদ আছে- সরকার লবণের দাম বেড়ে যাচ্ছে বলে সোমবার সন্ধ্যার পর সিলেট, হবিগঞ্জ, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, নেত্রকোনা জেলায় গুজব ছড়ায় এবং তাতে লবণ কেনার হিড়িক শুরু হওয়ায় দাম যায় বেড়ে। মঙ্গলবার ঢাকাসহ দেশের অন্যান্য জেলায়ও এই পরিস্থিতি তৈরি হয়। প্রেস নোটের আগে দুপুরে শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে চাহিদার ছয় গুণ বেশি লবণ মজুদ থাকার তথ্য জানিয়ে কাউকে গুজবে কান না দেয়ার পরামর্শ দেয়া হয়। কোন স্বার্থান্বেষী মহল যাতে লবণের বাজার অস্থিতিশীল করে জনগণের পকেট কাটতে না পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালতও নামানো হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল লবণের সঙ্কট রয়েছে মর্মে গুজব রটনা করে অধিক মুনাফা লাভের আশায় লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সকলের দৃষ্টি আকর্ষণ করছে। লবণের মজুদের কোন সঙ্কট নেই জানিয়ে শিল্প মন্ত্রণালয় বলছে, দেশে প্রতি মাসে ভোজ্য লবণের চাহিদা কম-বেশি ১ লাখ টন। অন্যদিকে লবণের মজুদ আছে সাড়ে ৬ লাখ টন। সে হিসাবে লবণের কোন ধরনের ঘাটতি বা সঙ্কট হওয়ার প্রশ্নই ওঠে না। লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি ‘কন্ট্রোল রুম’ খুলেছে।
×