ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্যানের ফ্যাক্টরীতে লোহার এ্যাঙ্গেল পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ নভেম্বর ২০১৯

রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্যানের ফ্যাক্টরীতে লোহার এ্যাঙ্গেল পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি ফ্যানের কারাখানায় কাজ করার সময় লোহার এ্যাঙ্গেল পড়ে মীর আব্দুর রউফ (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহতের সহকর্মী রবিউল ইসলাম জানান, তারা মাতুয়াইল এলাকার কলেজরোডে সিলিকন ফ্যান ফ্যাক্টরিতে কাজ করেন। প্রতিদিনের মঙ্গলবার সকালে কাজ করার সময় একটি লোহার অ্যাঙ্গেল তার মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রউফ দুই মেয়ের জনক। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁিড়র ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×