ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এনামূল হকের প্রযোজনায় ‘ক্যারিয়ার গাইড’

প্রকাশিত: ১১:৫৯, ১৯ নভেম্বর ২০১৯

এনামূল হকের প্রযোজনায় ‘ক্যারিয়ার গাইড’

সংস্কৃতি ডেস্ক ॥ তরুণ প্রযোজক এনামূল হকের প্রযোজনায় একুশে টেলিভিশনে প্রচারের জন্য তৈরি হয়েছে তরুণ প্রজন্মের ক্যারিয়ার বিষয়ক নতুন অনুষ্ঠান ‘ক্যারিয়ার গাইড’। এনামূল হকের প্রযোজনা এবং গোলাম সামদানী ডনের উপস্থাপনায় ‘ক্যারিয়ার গাইড’ অনুষ্ঠানটি সপ্তাহে প্রতি মঙ্গলবার রাত ৮টায় প্রচার হবে। ‘ক্যারিয়ার গাইড’ অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন শিক্ষা উদ্যোক্তা এবং রবি ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা স্বপ্নবাজ তরুণ আয়মান সাদিক। আজকের পর্বের নির্ধারিত বিষয় ‘ই-লার্নিং’। ২০২৬ সাল নাগাদ ই-লার্নিংয়ের ক্ষেত্রটি বিশ্বময় ৩৯৮ বিলিয়ন ডলারের একটি মার্কেটে পরিণত হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পিছিয়ে নেই আমরাও। আমাদের দেশেও সম্প্রতি স্কুল, কলেজ এবং চাকরি ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের পসরা নিয়ে চলছে ই-লার্নিং বা ডিজিটাল এডুকেশনের নানান উদ্যোগ। টেন মিনিট স্কুল, ডন সামদানি ফ্যাসিলিটেশন, রেপটো, কর্ম, শিখবে সবাই ইত্যাদি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে ই-লার্নিং এবং ডিজিটাল লার্নিং নিয়ে। অনুষ্ঠান প্রসঙ্গে প্রযোজক এনামূল হক বলেন, আমি কেবল টক শো নির্মাণ করতে চাইনি। অনুষ্ঠানটিকে ক্যারিয়ারের গ্রুমিংয়ের জন্য তথ্য বহুল করার চেষ্টা করেছি। আশা করছি বিষয়ভিত্তিক ‘ক্যারিয়ার গাইড’ অনুষ্ঠানটি তরুণ প্রজন্মসহ বিভিন্ন চাকরিজীবী এবং উদ্যোক্তাদের সহায়ক হবে। আমরা জানি ‘ক্যারিয়ার’ বেশ ভারি আর গাম্ভীর্যপূর্ণ একটি শব্দ। আমাদের প্রায় স্কুল লাইফ থেকেই এ বিষয়টা মাথায় ঢুকিয়ে দেয়া হয়। ক্লাস ফোরে পড়া শিক্ষার্থীও জানে লেখাপড়া শেষ করে তাকে চাকরি করতে হবে। কিন্তু বাস্তবতা হলো, এত প্রয়োজনীয় একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত নেই কোন চিন্তা-ভাবনা ছাড়াই। আমাদের অনেকের মতেই স্মার্ট ক্যারিয়ার মানেই চাকরি। এর বাইরে যে সম্মানজনক আরও ক্যারিয়ার আছে, তা আমরা জানিই না। সবার কথা শুনে যখন একটা ক্যারিয়ার পথ বেছে নেই, দেখা যায় সে কাজ করতে গিয়ে তা আর ভাল লাগছে না, ক্যারিয়ার হয়ে পড়েছে বোঝা। এ সকল বিষয় মাথায় রেখেই ‘ক্যারিয়ার গাইড’ অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে।
×