ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত: ১১:৫৭, ১৯ নভেম্বর ২০১৯

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা!

স্টাফ রিপোর্টার ॥ নক্সা না মেনে বাড়ি নির্মাণ করায় চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরের দিকে রাজউক কর্তৃপক্ষ রাজধানীর নিকেতনে শাকিব খানের নতুন এ বাড়ি নক্সা না মেনে নির্মাণ করায় তাকে এ জরিমানা করে। প্রতিষ্ঠানটির নির্বাহী হাকিম আশরাফ হোসেন এ অর্থদ- দেন। শাকিব খানকে জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন রাজউকের জোন (৪) অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন। তিনি জানান, সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত নিকেতন এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খানের বাড়িটি নক্সা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। তিনি বলেন, বুঝলাম না, আসলে কী হলো এটা! খুব সামান্য কারণে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শাকিব খান বলেন, আমার বাড়ির বারান্দায় যে ক্যান্টিলিভার ১ ফিট বেশি বের হয়ে আছে, তার জন্য ১০ লাখ টাকা জরিমানা! আমার নক্সায় যদি গুরুতর সমস্যা থাকে অন্তত আমাকে নোটিস দিক। আমি দরকার হয় তা সংশোধন করব। এটা তো ইঞ্জিনিয়ার ডিজাইন করেছেন। কিন্তু কোন কথা নেই বার্তা নেই, এসেই বললেন, এটা বের হয়ে আছে, ১০ লাখ টাকা জরিমানা! আর এটা কেমন জরিমানা? আর আমার পাশের বাসাতেও এমন অবস্থা আছে। তাদের তো জরিমানা করল না। আইন তো সবার জন্য সমান হওয়া প্রয়োজন। শাকিব খান থাকেন গুলশানে অন্য বাসায়, অন্যদিকে নিকেতনে তার অফিস রয়েছে। পাশাপাশি নতুন একটি বাড়ি গুলশানের নিকেতনে নির্মাণ করছেন তিনি। সেই বাড়ির জন্যই মূলত জরিমানা করা হয়েছে তাকে।
×