ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্যাব দেখে বাড়ির কাজ!

প্রকাশিত: ১১:১৪, ১৯ নভেম্বর ২০১৯

ট্যাব দেখে বাড়ির কাজ!

ব্রাজিলের রেসিফ শহরের আব লিও গোমেজ মিউনিসিপ্যালিটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র গিলেরমো সান্তিয়াগো। তার স্কুল ও বাড়ি যেখানে, সেই অঞ্চলের মানুষের আর্থিক অবস্থা ভাল নয়। বাড়ি তো দূরের কথা, স্কুলেও সব সময় ইন্টারনেট পরিষেবা মেলে না। ২৭৮ শিক্ষার্থীর ট্যাবের সংখ্যা মাত্র ১২। তাতেও সব সময় ওয়াইফাই পরিষেবা দেয়া হয় না। ফলে সবার পক্ষে সবদিন হোমওয়ার্ক করা সম্ভব হয় না। সান্তিয়াগোর স্কুলের যাতায়াতের পথে একটি শপিং মল পড়ে। স্কুল থেকে ফেরার পথে একদিন মরিয়া হয়েই সে ওই মলে ঢুকে যায়। সেখানে মোবাইলের কাউন্টারের সামনে গিয়ে ট্যাব ঘাঁটতে শুরু করে দেয়। তখন সেখানকার কর্মীরা তাকে জিজ্ঞেস করেন, সেকি ট্যাব কিনতে চায়? সান্তিয়াগো বিনা দ্বিধায় বলে, তার কাছে ট্যাব কেনার টাকা নেই। তার হোমওয়ার্ক করার জন্য ইন্টারনেট পরিষেবা দরকার। সান্তিয়াগোর কথা শুনে ওই কর্মীরা তাকে দোকান থেকে বের করে দেয়নি বরং তাকে কাউন্টারে দাঁড়িয়েই ট্যাব ও ইন্টারনেট ব্যবহার করতে বলে। সেখানে দাঁড়িয়েই সে হোমওয়ার্ক করে ফেলে। মলের এক ব্যক্তি সেই ঘটনা ক্যামেরাবন্দী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে। টুইটারে ভিডিওটি ১৩ নবেম্বর আপলোড হয়েছে। এর মধ্যে পোস্টটি এক কোটি ২২ লাখের বেশি বার দেখা হয়েছে। -ইন্ডিয়া টাইমস্।
×