ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্মসূচী ডেকে মাঠে ছিল না বিএনপি

প্রকাশিত: ১১:০২, ১৯ নভেম্বর ২০১৯

কর্মসূচী ডেকে মাঠে ছিল না বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ কর্মসূচী ডেকে মাঠে ছিল না বিএনপি। পূর্বনির্ধারিত কর্মসূচী অনুসারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা। কিন্তু এ কর্মসূচী পালন করতে কোথায়ও মাঠে নামেনি বিএনপি নেতাকর্মীরা। শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালনের ঘোষণা দেন। রবিবার দুপুরে বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার সারাদেশে প্রতিবাদ সমাবেশের কথা জানান। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজধানীতে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করার কথাও জানান তিনি। কিন্তু রবিবার রাতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেসবিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের পরিবর্তে রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচী করা হবে। কিন্তু বাস্তবে কোথায়ও বিএনপি নেতাকর্মীদের এ কর্মসূচী পালন করতে দেখা যায়নি। তবে ঢাকার বাইরে কোন কোন জেলায় বিএনপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এ কর্মসূচী পালন করতে মাঠে নেমেছে। সরকার পতনে মাঠে নামব -মাহবুব হোসেন অবিলম্বে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে শীঘ্রই সরকার পতনে মাঠে নমব। রবিবার দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রীমকোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত পদযাত্রা কর্মসূচী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
×