ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনা ও সড়কের তথ্য পাঠান ॥ নির্মূল কমিটি

প্রকাশিত: ১১:০২, ১৯ নভেম্বর ২০১৯

স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনা ও সড়কের তথ্য পাঠান ॥ নির্মূল কমিটি

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতাবিরোধীদের নামে থাকা সড়ক ও স্থাপনার নাম পাঠাতে অনুরোধ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। নামের সঙ্গে ব্যাখ্যা দিয়ে এসব তথ্য পাঠালে উচ্চ আদালতে উপস্থাপন করা হবে বলে কমিটির তরফ থেকে জানানো হয়েছে। সম্প্রতি স্বাধীনতাবিরোধীদের নামে থাকা সকল সড়ক এবং স্থাপনার নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধাদের নামে রাখার এক আদেশের পর এই অনুরোধ জানানো হলো। নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেন, গ-১৬ মহাখালি, ঢাকা ১২১২ নির্মূল কমিটির এই ঠিকানায় অথবা এ ঠিকানায় মেলও করা যেতে পারে। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনা ও সড়কের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধাদের নামে রাখার নির্দেশ দেয়। এক খবর বিজ্ঞপ্তিতে নির্মূল কমিটির সকল জেলা, উপজেলা ও প্রাতিষ্ঠানিক শাখা এবং মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে তাদের এলাকায় স্বাধীনতাবিরোধীদের নামে যেসব স্থাপনা ও সড়ক রয়েছে তার তালিকা আগামী ৩১ ডিসেম্বরের ভেতর নির্মূল কমিটির কেন্দ্রে পাঠানোর আহ্বান জানানো হয়। এসব তথ্য আগামী ২৩ ফেব্রুয়ারি চূড়ান্ত রায়ের আগে উচ্চ আদালতে উপস্থাপন করার সিদ্ধান্ত হয়। এতে স্থানীয় প্রশাসনকে দ্রুত আদালতের নির্দেশ পালনের আহ্বান জানিয়েছে নির্মূল কমিটি। স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনা ও সড়কের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধাদের নামে রাখার এই রায়কে যুগান্তকারী উল্লেখ করে অভিনন্দন জানিয়েছে নির্মূল কমিটি। দেশের সর্বোচ্চ আদালতে মুক্তিযুদ্ধের মর্যাদা উর্ধে তুলে ধরার এই নির্দেশে মুক্তিযুদ্ধোত্তর প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতার শত্রুদের চেনার পাশাপাশি জাতীয় বীরদের সম্মান করতে শেখাবে বলে প্রত্যাশা করছে নির্মূল কমিটি। এদিকে জানুয়ারিতে হচ্ছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন। সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১৮১৯ জানুয়ারি ঢাকায় জাতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনে দেশে ও বিদেশে নির্মূল কমিটি দুই শতাধিক শাখার হাজারের বেশি প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। গত ১৫ ও ১৬ নবেম্বর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় ৮ম জাতীয় সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সম্মেলন সফল করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুকুলকে আহ্বায়ক এবং ডাঃ নুজহাত চৌধুরী, উপাধ্যক্ষ কামরুজ্জামান এবং সাংবাদিক শওকত বাঙালিকে সদস্য সচিব করে ১৫১ সদস্যবিশিষ্ট ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, মনোরঞ্জন ঘোষাল, শহীদজায়া সালমা হক, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ, অধ্যাপক আবুল বারক আলভী প্রমুখ বক্তব্য রাখেন।
×