ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চৌগাছায় বেশি দামে পেয়াজ বিক্রি ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: ১০:০১, ১৮ নভেম্বর ২০১৯

চৌগাছায় বেশি দামে পেয়াজ বিক্রি ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার, যশোর ॥ যশোরের চৌগাছায় বেশি দামে পেয়াজ বিক্রি করা ও মূল্য তালিকা না ঝোলানোর অপরাধে ৪ ব্যবসায়ীর নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালাত। সোমবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে শহরের পাইকারিরও খুচরা কাঁচা বাজারে ভ্রম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন সহকারি কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল। এসময় মাত্র ১২০ টাকা কেজি দরে পাইকারিতে কিনে ২০০/২২০ টাকা কেজি দরে পেয়াজ বিক্রির অভিযোগে খুচরা বাজারের ব্যবসায়ী শামসুল আলম ও আবু বকর সিদ্দিককে ৫ শত টাকা করে জরিমানা করা হয়। এরপর পাইকারি বাজারের ব্যবসায়ী কাউছার হোসেন ও জামাল হোসেনের দোকানে মূল্যতালিকা না ঝুলানোর অপরাধে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। সহকারি কমিমনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
×