ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে পেঁয়াজ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ০৫:৪২, ১৮ নভেম্বর ২০১৯

মাদারীপুরে পেঁয়াজ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে  ৫ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে পেঁয়াজ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা করায় তাৎক্ষণিক প্রতিকেজি পেঁয়াজে কমেছে ৫০টাকা। ফলে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ে পেঁয়াজ বাজারের দোকানগুলোয়। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ২৫০ টাকা থেকে নেমে ১৭০ থেকে ১৮০ টাকা বিক্রি শুরু হয়ে যায়। এমন ঘটনা ঘটে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের পাইকারি বাজারে। মুহুর্তের মধ্যে এ সংবাদ ছড়িয়ে পড়ায় ঘন্টাখানেকের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৮০ টাকায় নেমে আসে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন। স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হঠাৎ টেকেরহাট বন্দরের পাইকারি বাজারে অভিযান চালায়। এসময় পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৫০ টাকা থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছিল। বেশী দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে ব্যবসায়ী মোঃ খোকন খালাশীকে ৫ হাজার, শফিকুলকে ৫ হাজার, রিপনকে ৫ হাজার এবং চুন্নু মিয়া ও পলাশকে ৩ হাজার টাকা করে জড়িমানা করা হয়। সাথে সাথে পাইকারী দোকানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০-৬০ কমে যায়। এ খবরে খুচরা দোকানে ১৭০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি শুরু হয়ে যায়। পূনরায় ভ্রাম্যমান আদালতের অভিযানের ভয়ে কিছুক্ষণের মধ্যে পেঁয়াজের দাম ১৫০/১৪০ টাকায় নেমে আসে। ক্রেতারা তাৎক্ষণিক চাহিদা মতো পেঁয়াজ ক্রয় করতে থাকে। টেকেরহাটের ক্রেতা রুহুল আমিন বলেন, “ভ্রাম্যমান আদালতের অভিযানের পর আমি ১৫০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। বাজারে পেঁয়াজের কোনো অভাব নেই। সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। প্রথম থেকে এইভাবে যদি বাজার মনিটরিং করা হতো; তা‘হলে পেঁয়াজের দাম সহনশীল পর্যায়ে থাকতো। উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানাই।”
×