ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লঞ্চের ধাক্কায় বালুবাহী জাহাজডুবি, ৩ শ্রমিক নিখোঁজ

প্রকাশিত: ১০:৪২, ১৮ নভেম্বর ২০১৯

 লঞ্চের ধাক্কায় বালুবাহী জাহাজডুবি, ৩ শ্রমিক নিখোঁজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের কাছে মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবিতে তিন শ্রমিক নিখোঁজ হয়েছে। নিখোঁজদের মধ্যে রয়েছে আসলাম (২৪) ও এমাইদুল (৩৮)। অপর শ্রমিকের নাম জানা যায়নি। নিজাম (৪০) নামে অপর এক শ্রমিক তীরে উঠতে সমর্থ হন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল তলব করা হয়েছে। জাহাজটি শনাক্ত করার চেষ্টা চলছে। এদিকে লঞ্চটির চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। গজারিয়া থানার ওসি হারুন-অর-রশীদ জানান, রাতে চলাচলের কারণে বালুভর্তি একটি জাহাজকে কোস্টগার্ড আটক করে গজারিয়া ঘাটের কাছে নোঙ্গর করে। ভোর সোয়া ৫টার দিকে বরিশাল থেকে ঢাকার সদরঘাটগামী লঞ্চ এমভি কীর্তনখোলা-২ ধাক্কা দিলে ঘুমন্ত চার শ্রমিকসহ এটি ডুবে যায়।
×