ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সমাবেশ বিএনপির

প্রকাশিত: ১০:১২, ১৮ নভেম্বর ২০১৯

 পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সমাবেশ বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুসারে এ কর্মসূচী পালন করা হবে। বিএনপি কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে বলে রবিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান। সিন্ডিকেটের কারণে বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, চালসহ অন্যান্য জিনিসপত্রেরও দাম বেড়েছে। অথচ সরকার বলছে, সারাদেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। চালের আমদানিও নাকি গতবছরের এই সময়ে তুলনায় বেশি। পাইকারি ও খুচরা বাজারেও সরবারহ স্বাভাবিক। কোথাও চালের কোন ঘাটতি বা সঙ্কট নেই। তারপরও চালের দাম বাড়ছে কেন? কারণ, পেঁয়াজ কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা না নেয়ায় চালের মজুদদাররা সরকারের কতিপয় এমপি-মন্ত্রী-ব্যবসায়ীর মদদে বেপরোয়া হয়ে উঠেছে। পেঁয়াজের সঙ্গে চালের দামও সিন্ডিকেটররা পাল্লা দিয়ে বাড়াচ্ছে। রুহুল কবির রিজভী বলেন, আমরা মনে করি, পেঁয়াজ সঙ্কট সৃষ্টির জন্য এ সরকারের অদক্ষতা, অযোগ্যতা, অবহেলা যা অষ্টাদেশ শতাব্দিতে ফরাসী বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রানীর মতোই কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিজভী বলেন, পেঁয়াজের সঙ্গে চালের দামও পাল্লা দিয়ে বাড়ছে। সরকারের প্রচ্ছন্ন ছত্রছায়ায় সিন্ডিকেটের নজর এখন চালের বাজারেও। পেঁয়াজের মতোই চালও জনগণকে বাড়তি দামে কিনতে হচ্ছে। যে যেভাবে পারছে সাধারণ মানুষের টাকা লুটে নিচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, দলের কেন্দ্রীয় কমিটির নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল, আবদুস সালাম আজাদ, কাজী আবুল বাশার, রফিক হাওলাদার প্রমুখ।
×