ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অন্তরালে সেই পুরনো খেলা

প্রকাশিত: ০৮:৫৭, ১৮ নভেম্বর ২০১৯

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অন্তরালে সেই পুরনো খেলা

দেশের জামায়াত-শিবির তথা মৌলবাদী ইসলামী দলগুলো সেই পুরনো কৌশল ফেসবুকে ধর্ম অবমাননার অজুহাতে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক হামলা ও অরাজকতা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার ফন্দি আঁটে। মৌলবাদী শক্তির ঢাকা বুয়েটে আবরার হত্যা আন্দোলন, ভারত-বাংলাদেশ পানি চুক্তি এবং কতিপয় আওয়ামী যুব নেতার ক্যাসিনোকান্ডকে পুঁজি করে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টির প্রবণতা লক্ষ্য করা গেছে। আর এই আবহের মধ্যে গত ১৯ অক্টোবর ২০১৯ ভোলার বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের ফেসবুক মেসেঞ্জার থেকে হযরত মুহম্মদকে (সা) নিয়ে কথিত কটূক্তির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হয়। কথিত বিপ্লব ঘটনার আগের দিন থানায় এসে নিজ থেকে জানায়, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং সে এও জানায়, হ্যাকারদের দাবিকৃত ২০ হাজার টাকা না দিলে তারা কোরআন অবমাননার অভিযোগ এনে ফেসবুকে ছড়িয়ে দেবে। পুলিশ ঘটনা তদন্ত করে ইমন ও শরীফ নামে দুই হ্যাকারকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে জানায়, আইডি হ্যাক ও মহানবীর অবমাননার কাজটি তারাই করেছে। পুলিশ সতর্কতা হিসেবে স্থানীয় ঈদগাহ ময়দান ও মসজিদে ইমামদের সমাবেশ ও মিছিল না করার জন্য নিষেধ করে। প্রধানমন্ত্রী ও পুলিশ হেডকোয়ার্টার থেকে বিপ্লবের আইডি হ্যাক ও নির্দোষের কথা বলা হলেও ধর্মান্ধ গোষ্ঠী তৌহিদী জনতার নাম দিয়ে জেহাদী জোসে পুলিশ ও হিন্দুদের ওপর হামলা চালায়। পুরো ঘটনার জন্য দায়ী ইমন ও শরীফ এটা জানার পরও হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে ভয়াবহ তা-ব চালিয়ে হিন্দুদের বাড়িঘর, দোকানপাট, মন্দির ভাঙচুর ও লুটপাট চালায়। এখানে পুলিশ মৌলবাদীদের লাশ নিয়ে আন্দোলন করার সুযোগ না দিয়ে এবং তাদের কাছে নত হয়ে ৬ দফার এক দফা বিপ্লব চন্দ্র শুভকে গ্রেফতার ও ফাঁসির দাবি মেনে নেয়। এখানে উল্লেখ্য, গত ২০০১ সালে ভোলার হিন্দু জনগোষ্ঠী একই ধর্মান্ধ তথা বিএনপি-জামায়াতের ভোটের কুটিল রাজনীতির নির্যাতনের শিকারের সাক্ষী হয়ে আছেন। এদিকে ঢাকায় আবরারের খুনের ঘটনায় দু’জন হিন্দু ছাত্র জড়িত থাকার ব্যাপারেও কম অপপ্রচার হয়নি। শুধু নামের মিল থাকার কারণে একজন মুসলিম খুনীকেও হিন্দু বানানোর আপ্রাণ চেষ্টা এবং তথাকথিত জামায়াত-শিবিরের বুদ্ধিজীবী ও তাদের সমর্থকগোষ্ঠী দুই ছাত্রকে ভারতের শিবসেনা, আরএসএস ও ইসকনের সদস্যের তকমা দিয়ে হিন্দুদের গালাগাল করে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করে। ইসকন একটি ধর্মীয় সেবামূলক সংগঠন। রামকৃষ্ণ মিশনের মতোই পৃথিবীর বিভিন্ন দেশে তাদের শাখা রয়েছে। বাংলাদেশেও কয়েকটি জেলায় শাখা আছে। ইসকন চট্টগ্রামে তাদের নিজেদের স্কুলে হিন্দু ছেলেমেয়েদের প্রসাদ খাইয়েছে। দৈনিক ইনকিলাব পত্রিকা তথ্য বিকৃত ও সত্য গোপন করে রিপোর্ট করে মুসলমান ছেলেমেয়েদেরও নাকি প্রসাদ খাওয়ানো হয়েছে। এই রিপোর্ট লুফে নিয়ে জামায়াতী বুদ্ধিজীবী ও বাঁশের কেল্লার গংরা বিভিন্ন স্কুলের নাম দিয়ে বেশ কিছু ভিডিও বানিয়ে এবং সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর কাজে এগুলোকে ব্যবহার করে। ২০১২ সালে ধর্মান্ধ গোষ্ঠী কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধ পল্লীতে তিন শতাধিক বাড়িঘর, অসংখ্য প্যাগোডাসহ পাঁচ শ’ বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শন আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং লুটতরাজ, ভাঙচুরসহ নারী নির্যাতন চালায়। এখানেও উত্তম বড়ুয়া নামে অল্প শিক্ষিত এক যুবকের ফেসবুকে আল্লাহ বা পবিত্র কোরানের ওপর তথাকথিত ছবিকে কেন্দ্র করে উত্তম বড়ুয়ার বিরুব্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে জামায়াতসহ ধর্মান্ধ গোষ্ঠী রোহিঙ্গা জঙ্গীদের সহায়তায় রামু, আনোয়ারাসহ দেশের কয়েকটি অঞ্চলে সাম্প্রদায়িক তা-ব চালিয়েছিল। রামুর ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল কথিত উত্তম বড়ুয়ার সঙ্গে স্থানীয় শিবির ক্যাডারের সখ্যের সুযোগ নিয়ে উত্তমের ফেসবুক আইডি চুরি করে তার মাধ্যমেই কারসাজির ঘটনাটি ঘটেছিল। পুলিশ পরে তাকে গ্রেফতারও করেছিল। আর উত্তম বড়ুয়া আজও নিখোঁজ। একই কায়দায় ২০১৬ সালের ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ৩০ কিলোমিটারের মতো দূরে অবস্থিত নাসিরনগরে রসরাজ দাস নামে এক ব্যক্তির ফেসবুকে কাবাঘরের ওপর হিন্দু দেবতা মহাদেবের ছবি প্রকাশ পাওয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাত তুলে ধর্মান্ধ গোষ্ঠী ৭১-এর হায়ানার মতো হিন্দু পল্লীতে তা-ব চালায়। তারা হিন্দুদের তিন শতাধিক বাড়ি ও পাঁচটি মন্দিরে হামলা, ভাঙচুর, লুটতরাজের পাশাপাশি মহিলাদের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। ১০ নবেম্বর ২০১৭ সালে টিটু রায় নামক এক যুবকের বিরুব্ধে মহানবীকে (সা) নিয়ে মিথ্যা কটূক্তি করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে রংপুরের পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামে স্থানীয় কয়েক হাজার দুর্বৃত্ত হিন্দুদের শতাধিক বাড়িঘর, মন্দিরে হামলা, লুটতরাজ চালায় ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ১২ নবেম্বর ২০১৭ সালে ভোরের কাগজে একটি রিপোর্ট প্রকাশিত হয় যে, রংপুরের পাগলাপীর এলাকার ঠাকুরবাড়ি গ্রামে হামলা চালানো ও আগুন দেয়ার নেপথ্যে জামায়াত-শিবির জড়িত। পরে তাদের সঙ্গে বিএনপি, আওয়ামী লীগসহ সব দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীও সহিংসতায় জড়িয়ে পড়ে। এদের মধ্যে ওলামা দলের সভাপতি ইনামুল হক, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও হরিদেবপুর চেয়ারম্যানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মজার ব্যাপার ছিল, এই জনপ্রতিনিধিরাই আবার হামলার প্রতিবাদ জানাতে কর্মীবাহিনী নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির সমাবেশ করেছে। তারাই আবার সংবাদ সম্মেলন ডেকে নিজেদের নির্দোষ দাবি করেছে। অন্যদিক যে টিটু রায়কে নিয়ে তুলকালাম কা- ঘটেছিল সেই টিটু ছিল নিরক্ষর, লেখাপড়া জানত না। কোনরকমে নিজের নামটা স্বাক্ষর করতে জানে। সে পাওনাদারের টাকার ভয়ে দীর্ঘদিন ধরে বাড়িছাড়া। পুলিশ নীলফামারী থেকে টিটু রায়কে গ্রেফতার করে ও দুই দুইবার রিমান্ডে নেয় এবং পরবর্তীতে জামিনে মুক্তি পায়। অথচ এখানে মূল স্ট্যাটাসদাতা ছিলেন খুলনার মাওলানা আসাদুল্লাহ হামিদী, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ, দীঘলিয়া উপজেলার সভাপতি। তিনি ১৮ অক্টোবর ২০১৭তে স্পর্শকাতর স্ট্যাটাসটি দেন এবং ৫ নবেম্বর পর্যন্ত ৮৭ জন ফেসবুক ব্যবহারকারী তাদের ওয়ালে শেয়ার দিয়েছেন, যাদের একজন ছিলেন রংপুরের এমডি টিটু। আর টিটুর নামে শেয়ার দেয়া হয় ৫ নবেম্বর। কালের কণ্ঠের প্রতিবেদকের কাছে হামিদী স্বীকার করে বলেন, সিলেটের এক ব্যক্তি এই কাজ করেছে (৫ নবেম্বর কালের কণ্ঠ)। তারপর আমি ডাউনলোড ও মন্তব্য লিখে প্রচার করি। তারই প্রচারের অংশ হিসেবে রংপুরের এমডি টিটু ৫ নবেম্বর হয়ে যান টিটু রায়। গত ১৮ জানুয়ারি ২০১৯-এ বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকমে প্রকাশিত রিপোর্টে জানা যায়, পবিত্র কোরান শরীফ ছেঁড়ার অভিযোগে সাতকানিয়া থেকে শিবিরের চার নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, সরকারকে অস্থিতিশীল করে তুলতেই পবিত্র কোরান ছিঁড়ে ইস্যু বানানোর চেষ্টা করেছিল ছাত্রশিবির। ঐ দিন সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছিলেন পুলিশ সুপার (এসপি) এ কে এম আক্তার। তিনি জানান, শিবির সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল পবিত্র কোরান শরীফ ছিঁড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করা। আর তা হয়েছিল কেন্দ্রের নির্দেশেই। তিনি আরও জানান, শিবিরের একদল নেতাকর্মী সাতকানিয়া ও লোহাগাড়ায় ১৯টি মসজিদে ঢুকে কোরান শরীফ ছেঁড়ার ঘটনা ঘটায়। পুলিশের সতর্ক পদক্ষেপের কারণে তাদের অরাজকতা আপাতত নস্যাত হয়ে যায়। পুলিশ কর্মকর্তা বলেন, যেহেতু কোন মুসলমান কোরান শরিফ ছিঁড়তে পারে না, তাই তারা ফেসবুকে দেয়া কোরান শরীফের ছবি পোস্ট করে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে দেশব্যাপী সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির পরিকল্পনা নিয়েছিল। তাদের ধারণা ছিল এতে অরাজকতা তৈরি হবে এবং সরকার বিপাকে পড়বে। উপরোল্লিখিত বড় তিনটি ঘটনা ছাড়াও এই সরকারের গত তিন আমলে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে গুজব ছড়িয়ে ও মিথ্যা ধর্মীয় অনুভূতির অজুহাত তুলে যশোরের মালোপাড়া, চট্টগ্রামের নন্দিরহাট, সাতক্ষীরা, রংপুরের গঙ্গাচর, চিরিরবন্দরসহ সকল সাম্প্রদায়িক হামলা ছিল একই সূত্রে গাঁথা। একদিকে হিন্দুদের ওপর আক্রমণ করে দেশ থেকে তাদের তাড়িয়ে দেয়া এবং হিন্দুদের কাছে আওয়ামী লীগকে জনপ্রিয়হীন করে ভোট ব্যাংকে ধস নামানো, অন্যদিকে ভারতসহ বন্ধু দেশের সমর্থন প্রত্যাহার এবং সরকারকে বেসামাল অবস্থায় নিয়ে যেতে জামায়াতসহ ধর্মান্ধ গোষ্ঠী এরকম ফন্দি এঁটেছিল বলে রাজনৈতিক পন্ডিতদের ধারণা। উপরোল্লিখিত পূর্বের সকল ঘটনাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হামলার আগে ভিকটিমরা খবর দিলে কিংবা সাহায্যের জন্য কাকুতি-মিনতি করেও ব্যর্থ হয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতৃত্ব আন্তরিক থাকলেও সরকারের ভিতর ঘাপটিমেরে থাকা কিছু সাম্প্রদায়িক দুষ্টচক্র, অদক্ষ, অদূরদর্শী কিছু মন্ত্রী, সাংসদ, আমলা ও স্থানীয় পর্যায়ের নেতৃত্বের দুর্বলতার কারণেই ধর্মীয় সংখ্যালঘুরা যথাসময়ে নিরাপত্তা পায় না। ধর্মীয় সংখ্যালঘুদের বিরুব্ধে বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার রামু, নাসিরনগর কিংবা ভোলার সহিংসতার মতো ঘটনা ঘটে চলেছে। নাসিরনগরের ঘটনায় রসরাজ দাস একজন নিরক্ষর এবং জেলে পরিবারের সদস্য। দেড় মাস পর সে জামিনে মুক্ত হয়ে পরিবারের সদস্যদের জানায়, ফেসবুক কিভাবে চালাতে হয় তা সে জানে না এবং পাসওয়ার্ড কি তাও বোঝে না। এখানে চারটি ঘটনায় উত্তম বড়ুয়া, রসরাজ, টিটু রায় কিংবা বিপ্লব চন্দ্র শুভরা তো কোন নামী-দামী ব্যক্তি, সংগঠন নেতা বা প্রভাবশালী ব্যক্তি ছিল না। তারা ছিল গ্রামের মধ্যেই অপরিচিত, অশিক্ষিত, খেটে খাওয়া অতিদরিদ্র পরিবারের সদস্য। তাদের বিরুদ্ধে বড় বড় মিছিল, সমাবেশ কিসের লক্ষণ ছিল? অতীতে নাসিরনগরের ঘটনায় রসরাজ দাস এবং রংপুরের ঠাকুরবাড়ি ঘটনায় টিটু রায়কে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হওয়ার কথা ছিল, কিন্তু তার পরেও এ সকল অঞ্চলে দুই দিন যাবত জামায়াতী- হেফাজতীদের তান্ডব চলে। কিংবা ভোলার বোরানউদ্দিনের ঘটনায় পুলিশ হেডকোয়ার্টার ও ফেসবুকগোষ্ঠী বিপ্লব চন্দ্র শুভ নির্দোষ বলার পরও পুলিশ জামায়াতী-হেফাজতী তথা তৌহিদী জনতার চাপে বিপ্লবসহ অপর দুই আসামিকে গ্রেফতারের পরও পার্শ্ববর্তী হিন্দু এলাকায় হামলা হয়। নাসিরনগর, রংপুরের ঠাকুরবাড়ি ও ভোলাতে আওয়ামী লীগের স্থানীয় নেতৃত্বে কোন্দল ও ব্যক্তিস্বার্থ জড়িত থাকায় মৌলবাদীদের উস্কে দেয়া হয়। আর রামুসহ এ সকল হামলায় বিরোধী দল বিএনপি বলছে আওয়ামী লীগ ঘটিয়েছে। আর আওয়ামী লীগ বলছে বিএনপি-জামায়াত ঘটিয়েছে। যারাই ঘটাক ভিকটিমসহ দেশের প্রতিটি সচেতন মানুষ ধারাবাহিক দৃশ্যমান ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই বুঝতে পারে কারা ঘটিয়েছে। কিন্তু ব্লেম গেমের এ আত্মঘাতী রাজনীতির কারণে একবার যদি ধর্মীয় সংখ্যালঘুরা আওয়ামী লীগ বা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয় তবে কারা লাভবান হবে, তা উভয় বড় দলকেই অনুধাবন করতে হবে। সরকার ক্ষমতায় আসার পর ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে এবং নির্যাতনের ঘটনাগুলো দ্রুত নিষ্পতি করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিয়েছিল। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি । তাই দেশের মানুষ মনে করে দ্রুত ট্রাইব্যুনাল গঠন ও বিচারের ব্যবস্থা করা হলে নির্যাতিতদের মনে আস্থা ও সাহস যোগাবে। সামনে যে কোন ইস্যুতে আবারও সংখ্যালঘুরা টার্গেট হতে পারে। কাজেই সরকার পূর্বের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, অধিকারসহ তাদের নিয়ে কুটিল ভোট ব্যাংক রাজনীতি ও মিথ্যা ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে অপরাজনীতি বন্ধে সকল রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যে পৌঁছাতে হবে। পাশাপাশি সংসদে জাতির বৃহত্তর স্বার্থে একটি হেইট ক্রাইম অথবা ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা বিল এনে এবং তা বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এটা সময়ের দাবি, জাতীয় দাবি। তা না হলে সরকারের সকল অর্জন ও স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত হতে পারে। লেখক : নিউইয়র্ক নিবাসী
×