ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরে অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৮:৫৩, ১৭ নভেম্বর ২০১৯

রংপুরে অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ ০৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ মাদক ব্যবসায়ী খায়রুজ্জামান(৩২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল। শনিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুরইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ চন্দ্রপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতার খায়রুজ্জামান ওরফে খয়ের জামাল (৩২) লালমনির হাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর গ্রামের তছলিম উদ্দিনের ছেলে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে, ০১ (এক) টি ৭.৬৫ এমএম বিদেশীপিস্তল, ০২ (দুই)টিওয়ান শুটারগান, ০১ (এক)টি ম্যাগাজিন, ০২ (দুই) রাউন্ড গুলি, ৭২ (বাহাত্তর) বোতল ফেন্সিডিল, ০১ (এক)টি মোবাইল ফোন, ০২ (দুই)টি সিমকার্ড, ০১ (এক)টি মেমোরীকার্ড এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৭ সাতহাজার। র‌্যাব দাবি করে, সে দীর্ঘদিন যাবৎ চন্দ্রপুর সীমান্ত এলাকায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়, চোরাচালান পরিবহনের সাথে জড়িত। তার আত্মীয় স্বজনের বেশির ভাগ সদস্য সীমান্তের ওপারে ভারতে বসবাস করার সুবাদে সে অত্যন্তসু-কৌশলে মাদকের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। চন্দ্রপুর বাজারে নিজস্ব হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসার অন্তরালে সে মাদক-অস্ত্র ব্যবসা করতো মর্মে জানা যায়। অভিযুক্ত অবৈধভাবেউক্ত আগ্নেয়াস্ত্র গুলি নিজ হেফাজতে রেখেছিলো। উক্ত অভিযুক্ত লালমনিরহাট জেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। গ্রেফতার খায়রুজ্জামানের বিরুদ্ধে লালমনির হাটের বিভিন্ন থানায় ১১ (এগারো)টি’র অধিক মামলা রয়েছে। সে লালমনিরহাট জেলারকালীগঞ্জ থানাসহ বিভিন্ন এলাকায় কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল চোরাচালান ক্রয়-বিক্রয় করতো। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক পৃথক মামলা দায়েরের আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
×