ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাল সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ০৭:৪৫, ১৭ নভেম্বর ২০১৯

কাল সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাল সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুসারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বিএনপি কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে বলে রবিার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান। সিন্ডিকেটের কারণে বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, শুধু চালসহ অন্যান্য জিনিসপত্রেরও দাম বেড়েছে। অথচ সরকার বলছে, সারা দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। চালের আমদানিও নাকি গতবছরের এই সময়ে তুলনায় বেশি। পাইকারি ও খুচরা বাজারেও সরবারহ স্বাভাবিক। কোথাও চালের কোনো ঘাটতি বা সঙ্কট নেই। তারপরও চালের দাম বাড়ছে কেন? কারণ, পেঁয়াজ কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা না নেয়ায় চালের মজুতদাররা সরকারের কতিপয় এমপি-মন্ত্রী-ব্যবসায়ীর মদদে বেপরোয়া হয়ে উঠেছে। পেঁয়াজের সঙ্গে চালের দামও সিন্ডিকেটররা পাল্লা দিয়ে বাড়াচ্ছে। রুহুল কবির রিজভী বলেন, আমরা মনে করি, পেঁয়াজ সঙ্কট সৃষ্টির জন্য এ সরকারের অদক্ষতা, অযোগ্যতা, অবহেলা যা অষ্টাদেশ শতাব্দিতে ফরাসী বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রানীর মতোই কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিজভী বলেন, পেঁয়াজের সঙ্গে চালের দামও পাল্লা দিয়ে বাড়ছে। সরকারের প্রচ্ছন্ন ছত্রছায়ায় সিন্ডিকেটের নজর এখন চালের বাজারেও। পেঁয়াজের মতোই চালও জনগনকে বাড়তি দামে কিনতে হচ্ছে। যে যেভাবে পারছে সাধারণ মানুষের টাকা লুটে নিচ্ছে। গত ক’দিনে চালের দাম কেজিতে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো সংস্থার দৃশ্যমান পদক্ষেপ নেই। এ ছাড়া বাজারে সরকারের কোনো নজরদারিও নেই। রিজভী বলেন, শনিবার প্রধানমন্ত্রী বলেছেন, বিমানে উঠে গেছে পেঁয়াজ। আর কোনো সমস্যা নেই। অথচ পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে, গত দেড় মাসে বিমানে করে পেঁয়াজ এসেছে মাত্র ১ হাজার ৬০০ কেজি অর্থাৎ দেড় টনের মতো। আর তিনি কি ঢাকঢোল পিটিয়ে ঘটা করে বলেছেন যে, প্লেনের উঠে গেছে পেঁয়াজ। মনে হচ্ছে যে, একটা বিশাল ঘটনা। রিজভী বলেন, জনগন জানতে চায়, মাসের পর মাস সময় পেয়েও কেনো পেঁয়াজ সংকটের সমাধান করা হলো না? মানুষের জীবনের সঙ্গে জড়িত এমন একটি উপাদান নিয়ে দিনের পর দিনসরকার কেনো জনগনের সঙ্গে এমন রসিকতা করে চলছেন এটা আজ দেশের মানুষ জানতে চায়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, দলের কেন্দ্রীয় কমিটির নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল, আবদুস সালাম আজাদ, কাজী আবুল বাশার, রফিক হাওলাদার প্রমুখ।
×