ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে বিয়ে বাড়ির খাবার খেয়ে হাসপাতালে ৪০

প্রকাশিত: ০৬:২৭, ১৭ নভেম্বর ২০১৯

মুন্সীগঞ্জে বিয়ে বাড়ির খাবার খেয়ে হাসপাতালে ৪০

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর গ্রামের এক বিয়ে বাড়ির খাবার খেয়ে অন্তত ৪০ অতিথি অসুস্থ হয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। পুলিশ জানায়, বাগেশ্বর গ্রামের কনের পক্ষ স্থানীয় আলী কমিউনিটি সেন্টারের এই অতিথিদের ভোজের আয়োজন করে। এতে কনের বাড়ির আত্মীয় স্বজন ছাড়াও একই উপজেলার পঞ্চসারের বরের বাড়ির লোকজন এই ভোজে অংশ নেয়। শুক্রবার দুপুরে এই ভোজ গ্রহণ করার পর থেকে অসুস্থ বোধ করে। শনিবার অতিথিদের অবস্থা বেশী অবনতি হলে হাসপাতালে ভর্তি হয়। গুরুতর অসুস্থ গর্ভবতী এক নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকস্মিক রোগী বৃদ্ধি পাওয়ায় হাসতালে সংকুলান হচ্ছে না। তাই রোগীদের মেঝে রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি বর পক্ষের তুষার মিয়া জানান, পোলাও, মুরগীর ফ্রাই, গরুর মাংস ও ডাল দিয়ে খাবার গ্রহণ করেন। এরপর থেকেই নানা রকম অসস্থি বোধ করছিলেন। জ্বার, পেট ব্যাথ ও পাতলা পায়খানা হলে হাসপাতালে ভর্তি হন। তিনি জানান, হাসপাতালে ৪০/৫০ জন চিকিৎসা নিলেও ভোজে অংশ নেয়া ২ শতাধিক অতিথি কমবেশী অসুস্থ হয়েছে। তুষারের কাছে মনে হয়েছে গরুর মাংসে কোন সমস্যা ছিল। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, ফুট পয়জনিংয়ের কারণে এই অবস্থা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার দুপুর পর্যন্ত ৪০ রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই বিয়ের বর সাইফুল ইসলাম রানা ও কনে রুপা আক্তার সুস্থ রয়েছেন।
×