ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু

প্রকাশিত: ০৪:০১, ১৭ নভেম্বর ২০১৯

পটিয়ায় ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ সড়ক দুর্ঘটনায় হতাহতদের দ্রুত চিকিৎসা ও গন্তব্যে পৌছে দিতে চট্টগ্রামের পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশ ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু করেছে। আজ রবিবার সকালে এটি আনুষ্ঠানিভাবে চালু করেন হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক। চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া বাইপাসসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক দুর্ঘটনায় আহতদের পটিয়া হাসপাতাল থেকে চমেক হাসপাতালে নিতে প্রায় সময় সমস্যায় পড়তে হয়। কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের এসপি নজরুল ইসলামের আন্তরিকতায় অবশেষে ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। হট লাইন-০৮১-৬১০৩৬, ০১৭৩৩-২৩১৯৫০। পটিয়া বাস পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া এলাকায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে। দ্রুত চিকিৎসার অভাবে অনেকে মারা যাচ্ছে এবং অনেকে পঙ্গু হয়ে যাচ্ছে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ যে ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু করেছে তা মানুষের উপকারে আসবে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানিয়েছেন, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের এসআই স্যারের আন্তরিক চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া এলাকায় ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। হট লাইন ও হাইওয়ে পুলিশের সরকারি নাম্বারে ফোন করে যে কেউ এই সেবা নিতে পারবে। এতে কোন ধরনের টাকা পয়সা দরকার হবে না।
×