ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাল গালিচায় টপলেস হয়ে গায়িকার প্রতিবাদ

প্রকাশিত: ০১:৩০, ১৭ নভেম্বর ২০১৯

লাল গালিচায়  টপলেস হয়ে গায়িকার প্রতিবাদ

অনলাইন ডেস্ক ॥ সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছে লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডের ২০তম আসর। জমকালো এই আয়োজনে অনেক তারকা উপস্থিত হয়েছিলেন। কিন্তু সবাইকে ছাপিয়ে আলোচনায় চিলিয়ান গায়িকা মন লাফের্তে। তার দেশে চলমান অবস্থার প্রতিবাদে লাল গালিচায় টপলেস হয়ে প্রতিবাদ করেন ৩৬ বছর বয়সি এই গায়িকা। এদিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কালো রঙের একটি ট্রেঞ্চ কোট পরে আসেন লাফের্তে। তার গলায় ছিল সবুজ রঙের একটি স্কার্ফ। লাল গালিচায় উপস্থিত হয়েই তিনি টপলেস হন। তার বুকে লেখা ছিল— চিলিতে তারা অত্যাচার, ধর্ষণ ও হত্যা করছে। এর আগে মেট্রো ভাড়া বাড়ানোর প্রতিবাদে গত ১৮ অক্টোবর দেশটিতে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। কিন্তু পরবর্তী সময়ে সেটি দেশটির রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবিতে রূপ নেয়। ১৯৯০ সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর চিলি এতো বড় সংকটে পড়েনি। সহিংস এই বিক্ষোভে এখন পর্যন্ত ২০ জন নিহত ও সহস্রাধিক লোক আহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে এই আন্দোলন নজরে আনার জন্যই লাফের্তের এই প্রতিবাদ বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে ‘বেস্ট অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম’ শাখায় পুরস্কার জিতেছেন এই গায়িকা। পুরস্কারটি চিলির জনগণের প্রতি উৎসর্গ করেছেন তিনি।
×