ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইন কর্মকর্তা নিয়োগে স্বাধীন প্রসিকিউশন সার্ভিস কমিশন গঠনে রুল

প্রকাশিত: ০১:১৭, ১৭ নভেম্বর ২০১৯

আইন কর্মকর্তা নিয়োগে স্বাধীন প্রসিকিউশন সার্ভিস কমিশন গঠনে রুল

অনলাইন রিপোর্টার ॥ সরকারী আইন কর্মকর্তা নিয়োগে স্বাধীন প্রসিকিউশন/অ্যাটর্নি সার্ভিস কমিশন গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। আইন সচিব,আইন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রী পরিষদ সচিব ও সংসদ সচিবালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত ১১ নভেম্বর অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া এ রিট দায়ের করেন।
×