ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেঁয়াজর মূল্য বৃদ্ধি, বিএনপির প্রতিবাদ সমাবেশ কাল

প্রকাশিত: ১২:৫৫, ১৭ নভেম্বর ২০১৯

পেঁয়াজর মূল্য বৃদ্ধি, বিএনপির প্রতিবাদ সমাবেশ কাল

স্টাফ রিপোর্টার ॥ পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে আগামীকাল সোমবার সমাবেশ করবে বিএনপি। শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি- এটা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে, এখানে সিন্ডিকেট জড়িত। এই সিন্ডিকেটের পেছনে সরকারের মদদপুষ্ট ব্যক্তিরা কাজ করেছে। ব্যর্থতা হচ্ছে যে, সরকার আগে ধারণাই করতে পারেনি কত আসছে, কত রফতানি হচ্ছে। যার ফলে আজকে পেঁয়াজের মতো একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। শুধু পেঁয়াজই নয় সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে গেছে। আমরা সরকারের ব্যর্থতার নিন্দা জানাচ্ছি। আমরা পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে সোমবার ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করব। একই সঙ্গে কৃষকদের পণ্যের ন্যায্যমূল্যের দাবিও এই সমাবেশ থাকবে। বিদ্যুতের গণশুনানিতে যাবে বিএনপি মির্জা ফখরুল বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব আবার আসছে। আগামী ২৮ নবেম্বর এই বিষয়ে গণশুনানি আছে। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে, এবার দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে একটি টিম এই গণশুনানিতে অংশ নেবে। ওই টিমের সদস্যরা হলেন বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও এবিএম মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রীর কাছে চিঠি কাল-পরশুর মধ্যেই বিএনপি মহাসচিব বলেন, গত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন তা জনসমক্ষে প্রকাশ করার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দেব। আমরা আশা করছি কাল-পরশুর মধ্যে প্রধানমন্ত্রীর অফিসে চিঠি পৌঁছানোর ব্যবস্থা করব। রাঙ্গার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি গণতন্ত্রের আন্দোলনে শহীদ নূর হোসেনকে ‘মাদকাসক্ত’ বলায় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে জাতীয় সংসদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার দাবি জানান ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার দেয়া বক্তব্যের জন্য আমরা এই সভায় ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে সংসদে ব্যবস্থা নেয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পার্লামেন্ট মেম্বারশিপ এই ধরনের ব্যক্তির থাকা উচিত নয় বলে আমরা মনে করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে সমর্থন জানিয়ে তিনি বলেন, শিক্ষক ও ছাত্ররা যে আন্দোলন করছে আমরা সেই আন্দোলনকে ন্যায়সঙ্গত আন্দোলন মনে করি এবং আমরা এটাতে সমর্থন জানাচ্ছি। দুর্নীতির মামলায় কারাবন্দী খালেদা জিয়ার জামিনের জন্য আজ রবিবার আরেকটি আপীল আবেদন করা হবে বলে জানান তিনি। ১৮ মাসে তারেকের সঙ্গে ৩৩৩টি সভা মির্জা ফখরুল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতোমধ্যে ৩৩৩টি সভা করেছে। এটা অত্যন্ত শ্রমের সঙ্গে, যোগ্যতার সঙ্গে করেছেন। তার অসাধারণ দক্ষতা রয়েছে। তিনি বিভিন্ন জেলা-উপজেলা, বিভিন্ন অঙ্গসংগঠন ও যেসব টিম রয়েছে তাদের সঙ্গে এসব সভা করেছেন। আজকের সভায় স্থায়ী কমিটির সদস্যগণ তাকে অভিনন্দন জানিয়েছেন।
×