ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় স্যাটেলাইট

শীঘ্রই আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেবে বিসিএসসিএল

প্রকাশিত: ১২:৪৯, ১৭ নভেম্বর ২০১৯

শীঘ্রই আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেবে বিসিএসসিএল

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে দেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২’র ধরন চূড়ান্ত করতে একজন আন্তর্জাতিক কনসালট্যান্ট নিয়োগ দিতে যাচ্ছে। খবর বাসসর। বিসিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানান, বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট অবশ্যই একটি হাইব্রিড স্যাটেলাইট হবে। তবে কনসালট্যান্টের কাছ থেকে মতামত পাওয়ার পরই এটি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, কনসালট্যান্ট নিয়োগ দিতে শীঘ্রই বিজ্ঞাপন দেয়া হবে। সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন জমা দিতে কনসালট্যান্টকে সর্বোচ্চ তিন থেকে চার মাস সময় দেয়া হবে। গত বছরে দেশের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ সফল উৎক্ষেপণের পর বিসিএসসিএল দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নেয়। সরকার ২০২৩ সাল নাগাদের চলতি মেয়াদকালের মধ্যেই এটি উৎক্ষেপণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিসিএসসিএল বলেছে, প্রথম স্যাটেলাইটটি হচ্ছে জিও স্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট। দ্বিতীয় স্যাটেলাইটটি হবে হাইব্রিড স্যাটেলাইট। এটি আবহাওয়ার পূর্বাভাস এবং অন্যান্য কর্মকা-ের পাশাপাশি নজরদারি কাজে সহায়তা করবে।
×