ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাঠের সমান ভাগাড়!

প্রকাশিত: ১১:২২, ১৭ নভেম্বর ২০১৯

মাঠের সমান ভাগাড়!

বিশ্বের অন্যতম বর্জ্য উৎপাদনকারী দেশ চীন। ১৪০ কোটি জনসংখ্যার দেশে প্রতিদিনই তৈরি হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য। এজন্য তারা তৈরি করেছে বেশ কয়েকটি বিশাল ময়লার ভাগাড় ও ভস্মীকরণকেন্দ্র (ময়লা পোড়ানোর জায়গা)। তবে এরই মধ্যে ভরে গেছে সেগুলোর বেশ কয়েকটি। ২০৪৪ সাল পর্যন্ত ময়লা রাখা যাবে ১০টি ফুটবল মাঠের সমান এসব ভাগাড়ে। কিন্তু নির্ধারিত সময়ের ২৫ বছর আগেই ভরে গেছে সেগুলো। ১৯৯৪ সালে তৈরি শানজি প্রদেশের জিয়াংকানগো ভাগাড়ে প্রতিদিন ২৫শ’ টন বর্জ্য রাখার কথা ছিল। সেখানে প্রতিদিন ১০ হাজার টন বর্জ্য ফেলায় নির্ধারিত সময়ের অনেক আগেই ভরে গেছে বিশাল এ ভাগাড়। সাত লাখ বর্গমিটার আয়তনের ভাগাড়টিতে অন্তত ৮০ লাখ মানুষের তৈরি বর্জ্য জমা হয়েছে প্রতিদিন। ১৫০ মিটার গভীর এ ভাগাড়ের বর্র্জ্য ধারণক্ষমতা তিন কোটি ৪০ লাখ ঘনমিটার। গৃহস্থ ময়লা ফেলতে ভাগাড়ের ওপর পুরোপুরি নির্ভরশীল শহর জি’আনের মতো চীনের আরও কয়েকটি এলাকায় ভাগাড়ের ধারণক্ষমতা দ্রুত ফুরিয়ে আসছে। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে দীর্ঘমেয়াদী কার্যক্রম শুরু করেছে দেশটি। ভাগাড়ের পরিবর্তে ভস্মীকরণকেন্দ্রের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। চীনে এ মাসেই নতুন একটি ভস্মীকরণকেন্দ্র চালু হয়েছে। ২০২০ সালের মধ্যে আরও চারটি চালু হওয়ার কথা রয়েছে। এসব কেন্দ্রে প্রতিদিন ১২ হাজার ৭৫০ টন বর্জ্য পোড়ানো সম্ভব। জি’আন শহরের এই ভাগাড়ের জায়গায় ধীরে ধীরে ‘ইকোলজিক্যাল পার্ক’ গড়ে তোলা হবে। চীনে মোট ৬৫৪ ভাগাড় ও ২৮৬ ভস্মীকরণকেন্দ্র রয়েছে। -বিবিসি
×