ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল, সাধারণ সম্পাদক বাবু

প্রকাশিত: ১১:২১, ১৭ নভেম্বর ২০১৯

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল, সাধারণ সম্পাদক বাবু

বিশেষ প্রতিনিধি ॥ কৃষক লীগ, শ্রমিক লীগের পর এবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন মুখ এসেছে। সংগঠনের উত্তর ও দক্ষিণ শাখা কমিটিতেও এসেছে নতুন মুখ। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহকে ও সাধারণ সম্পাদক হিসেবে আফজালুর রহমান বাবুর নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এখানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজনের নাম প্রস্তাব করা হয়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। কমিটি ঘোষণার আগে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ছয়জন এবং সাধারণ সম্পাদক পদে ১২ জনের নাম প্রস্তাব করা হয়েছে। এই প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদ এবং মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক মনোনীত করার নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি, সবাই নেত্রীর সিদ্ধান্ত মেনে নেবেন। এরপর তিনি নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। কেন্দ্রীয় নতুন সভাপতি নির্মল রঞ্জন গুহ আগের কমিটির সহ-সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন। আর নতুন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আগের কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় অধিবেশন থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন ইতিপূর্বে মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসা ইসহাক মিয়া। আর সাধারণ সম্পাদক হয়েছেন আনিসুর রহমান নাঈম। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক হয়েছেন বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সাঈদ। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্মল রঞ্জন গুহ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। সারাদেশেই স্বেচ্ছাসেবক লীগ সুসংগঠিত করে রাখব।’ নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করব।’
×