ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপুল পেঁয়াজ পচেছে চট্টগ্রামের আড়তে

প্রকাশিত: ১১:২০, ১৭ নভেম্বর ২০১৯

বিপুল পেঁয়াজ পচেছে চট্টগ্রামের আড়তে

মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের বিভিন্ন আড়তে মিয়ানমার থেকে আমদানির পেঁয়াজের একটি অংশ পচে গেছে। এসব পচে যাওয়া টন টন পেঁয়াজ ফেলা হয়েছে সিটি কর্পোরেশনের ভাগাড়ে এবং খালে। খাতুনগঞ্জের হামিদউল্লাহ মার্কেট কাঁচামাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস শনিবার সন্ধ্যায় জনকণ্ঠকে জানান, হামিদউল্লাহ মার্কেটে পচে যাওয়া পেঁয়াজ সিটি কর্পোরেশনের গাড়িযোগে নগরীর বায়েজিদ বোস্তামীর আরেফিন নগর এলাকার ডাম্পিং পয়েন্টে ফেলা হয়েছে। এছাড়া যেসব পচা পেঁয়াজ চাক্তাই খালে ফেলা হয়েছে সেগুলো তার মতে চাক্তাই এলাকার পেঁয়াজ আড়তদারদের। শুক্রবার রাতে পচা পেঁয়াজ ভাগাড়ে এবং খালে ফেলে দেয়ার ঘটনা সংশ্লিষ্ট মহলগুলোকে বিস্মিত করেছে। যদিও আড়তদাররা বলেছেন, মিয়ানমার থেকে আনার পথে বেশকিছু পরিমাণ পেঁয়াজ পচে যায়। অপরপক্ষে অভিযোগ রয়েছে, দাম বৃদ্ধির জন্য আড়তে পেঁয়াজ রেখে দেয়ার ফলে কিছু অংশ পচে গেছে। যা পরে ভাগাড়ে এবং খালে ফেলে দিতে হয়েছে। এ ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, পচে যাওয়ার আগে আড়তদাররা পেঁয়াজের দাম মোটেই কমায়নি। অপরদিকে এমন অভিযোগও মিলছে, যে পরিমাণ অর্থের পেঁয়াজ পচে গেছে তা মূল্য বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়ীরা পুষিয়ে নেবে। এসব ঘটনা নিয়ে চলমান রয়েছে দেশে পেঁয়াজের বাজার। গত ২৯ সেপ্টেম্বর থেকে ভারত সরকার রফতানি বন্ধ করে দিলে দেশে পেঁয়াজের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়া শুরু করে। এ যে মূল্য বৃদ্ধির ঘটনা-তা আর কোনভাবেই থামানো যাচ্ছে না। শনিবার চট্টগ্রামের খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দর আড়াই শ’ টাকা ছাড়িয়েছে। এরমধ্যে সর্বনি¤œ ছিল মিয়ানমারের পেঁয়াজ, যার দর উঠেছে কেজি প্রতি ২৪০ টাকায়। বাজার সূত্র জানিয়েছে, সরকারী ও বেসরকারী পর্যায়ে বড় আকারের চালান দেশে এসে না পৌঁছা পর্যন্ত পেঁয়াজের বাজারমূল্য বাড়তেই থাকবে। কেননা, চাহিদার তুলনায় সরবরাহ হ্রাস পাওয়া অব্যাহত থাকায় বাজার পরিস্থিতিকে টালমাটাল করেছে। শনিবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে একেক দেশের পেঁয়াজ একেক মূল্যে বিক্রি হচ্ছে। আবার কোন কোন দোকানে পেঁয়াজই নেই। ওইসব ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি বাজারে সকালে একদাম, বিকেলে আরেকদাম। ফলে আগের তুলনায় পাইকাররা আড়ত থেকে পেঁয়াজ আনছেন না। ফলে খুচরা মূল্য বেড়ে যাওয়ার এটাও একটি কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
×