ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সালিস মিমাংসা বৈঠকে সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ০৮:৪৬, ১৬ নভেম্বর ২০১৯

সালিস মিমাংসা বৈঠকে সংঘর্ষে আহত ৫

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে সালিস মিমাংসা বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ ব্যক্তি আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের খলিল মার্কেটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শি ও পুলিশ সুত্রে জানা যায়, ওই গ্রামের মজিবর সর্দার (৫৭) ও আলম মিয়ার (৬০) মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকাল ১০টার দিকে এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কৃষ্ণ নগর গ্রামের খলিল মার্কেটে উভয় পক্ষের উপস্থিতিতে সালিস মিমাংসায় বসে। সকাল থেকে দুপুর পর্যন্ত কোন প্রকার সমাধানের পথ না পাওয়ায় দুপুরে এক পর্যায়ে উভয় পক্ষ বাকবিতন্ডতার এক পর্যায়ে হাতাহাতি ও পরে লাঠিসোনিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় চেয়ার ফিকাফিকির ঘটনাও ঘটে। এতে মজিবর সর্দার, আলম মিয়া ও আশ্রাফ আলীসহ ৫ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। সালিস বৈঠকে উপস্থিত বালুচর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মেম্বার আফজাল হেসেন জানান, আমরা সালিসে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিলাম। এসময় কিছু যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করে সংঘর্ষের ঘটনা ঘটায়। এতে কয়েকজন আহত হয়েছে। সিরাজদিখান থানার এসআই তন্ময় মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এ দুই ব্যক্তির মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ইতোপূর্বে এরকম ঘটনা ঘটেছে। থানায় এখনও মামলা বা অভিযোগ হয়নি। সন্ধ্যার পরে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।
×