ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দক্ষিন এশিয়া ইযুথ লিডারশীপ এওয়ার্ড ২০১৯ পদকে ভুষিত হলেন এ্যাড. ফারহানা রেজা

প্রকাশিত: ০৬:৩৯, ১৬ নভেম্বর ২০১৯

দক্ষিন এশিয়া ইযুথ লিডারশীপ  এওয়ার্ড ২০১৯ পদকে ভুষিত হলেন  এ্যাড. ফারহানা রেজা

স্টাফ রিপোর্টার ॥ ফারহানা রেজা, একজন তরুণ আইনজীবী। বাবা-মা দু'জনেই বীর মুক্তিযোদ্ধা ও দেশের প্রথিতযশা আইনজীবী। সম্প্রতি তিনি "গণতন্ত্র ও ন্যায় বিচার" প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখার জন্য "দক্ষিণ এশিয়া ইযুথ লিডার লিডারশীপ এওয়ার্ড ২০১৯" পদকে ভূষিত হন। তিনি আইনজীবী হিসেবে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের একজন কৌসুলি হিসেবে কাজ করেছেন এবং উক্ত মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি সৈয়দ রেজাউর রহমান এর নির্দেশে তার নেতৃত্বে এক ঝাক তরুন আইনজীবীদের নিয়ে একাধীক জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার কার্যক্রম পরিচালনায় আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করে পেশাগত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এ ছাড়া ও তিনি বহু মামলায় আইনজীবী হিসাবে বিচারপ্রার্থী মানুষের অধিকার রক্ষায় ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আইনজীবী পরিচয়রে পাশাপাশি তিনি বাংলাদেশ মহিলা সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে নারীর অধিকার রক্ষা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এইসকল তরুণ নেতৃত্বের হাত ধরেই দেশ একদিন পৌছে যাবে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে। সম্প্রতি হোটেল সোনারগাওয়ে এক অনুষ্টানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের কাছ থেকে এ্যাডভোকেট ফারহানা রেজা পদক গ্রহণ করছেন।
×