ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় যুব আরচারি শুরু

প্রকাশিত: ০৬:৩৬, ১৬ নভেম্বর ২০১৯

জাতীয় যুব আরচারি শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার থেকে টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে শুরু হয়েছে ‘তীর জাতীয় যুব আরচারি চ্যাম্পিয়নশিপ’। বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মইনুল ইসলাম (অব) আসরের উদ্বোধন করেন। এ সময় সিটি গ্রুপের সিনিয়র ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ, আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, প্রতিযোগিতা ও মাঠ ব্যবস্থাপনা কমিটির আহবায়ক রশিদুজ্জামান সেরনিয়াবাত উপস্থিত ছিলেন। প্রথম দিনে কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ জুনিয়র অ-২০ বালকে ৬৬৪ স্কোর করে তামিমুল ইসলাম (বিকেএসপি), রিকার্ভ জুনিয়র অ-২০ বালিকায় ৬২৭ স্কোর করে মেহনাজ আক্তার মনিরা (ঢাকা আর্মি আরচারি ক্লাব), রিকার্ভ ক্যাডেট অ-১৭ বালকে ৬৬৬ স্কোর করে প্রদীপ্ত চাকমা (বিকেএসপি), রিকার্ভ ক্যাডেট অ-১৭ বালিকায় ৬৪৯ স্কোর করে ইতি খাতুন (তীরন্দাজ সংসদ), রিকার্ভ ইয়াং স্টার অ-১৪ বালকে ৬৮৬ স্কোর করে আব্দুর রহমান আলিফ (বিকেএসপি), রিকার্ভ ইয়াং স্টার অ-১৪ বালিকায় ৬৮২ স্কোর করে ইতি খাতুন (তীরন্দাজ সংসদ), কম্পাউন্ড জুনিয়র অ-২০ বালকে ৬৯৩ স্কোর করে হিমু বাছার (বিকেএসপি), কম্পাউন্ড জুনিয়র অ-২০ বালিকায় ৬৮০ স্কোর করে পুস্পিতা জামান (বিকেএসপি), কম্পাউন্ড ক্যাডেট অ-১৭ বালকে ৬৮৫ স্কোর করে হিমু বাছার (বিকেএসপি), কম্পাউন্ড ক্যাডেট অ-১৭ বালিকায় ৬৮২ স্কোর করে পুস্পিতা জামান (বিকেএসপি) প্রথম স্থান অধিকার করেন।
×